International

অনেক দাম, এয়ারফোর্স ওয়ানের বরাত বাতিলের নির্দেশ ট্রাম্পের

তাঁর আকাশ-বিহারের জন্য ‘এয়ার ফোর্স-ওয়ান’ বিমানের নতুন মডেল বানানো হোক, চান না ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন মডেলের দু’-দু’টি ‘এয়ার ফোর্স-ওয়ান’ বিমান বানানোর বরাত পেয়েছিল ‘বোয়িং’, বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায়। ৪০০ কোটি ডলারে। কিন্তু ভাবী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার রীতিমতো টুইট করে বলেছেন, ‘‘ও সব বাজে খরচ। বাতিল করা হোক।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ১৭:০৬
Share:

এই সেই ‘এয়ার ফোর্স-ওয়ান’।

তাঁর আকাশ-বিহারের জন্য ‘এয়ার ফোর্স-ওয়ান’ বিমানের নতুন মডেল বানানো হোক, চান না ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন মডেলের দু’-দু’টি ‘এয়ার ফোর্স-ওয়ান’ বিমান বানানোর বরাত পেয়েছিল ‘বোয়িং’, বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায়। ৪০০ কোটি ডলারে।

Advertisement

কিন্তু ভাবী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার রীতিমতো টুইট করে বলেছেন, ‘‘ও সব বাজে খরচ। বাতিল করা হোক।’’

টুইটে শুধু তাঁর অনিচ্ছার কথা জানিয়েই ক্ষান্ত হননি ভাবী মার্কিন প্রেসিডেন্ট, পরে সাংবাদিকদের বলেছেন, ‘‘৪০০ কোটি ডলার খরচ করে নতুন মডেলের দু’টি ‘এয়ার ফোর্স-ওয়ান’ বিমান কিনে কী হবে? লোকে হাসবে। বোয়িং একটু বাড়িয়েই চেয়েছে। আমরা চাই, বোয়িংয়ের ব্যবসা আরও ফুলে-ফেঁপে উঠুক। কিন্তু এক সঙ্গে এতটা বাড়াবাড়ি বোধহয় ঠিক হবে না!’’

Advertisement

আরও পড়ুন- ওভাল অফিসে জামাইরাজ আসতে চলেছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement