ফের বেসুরো ডোনাল্ড ট্রাম্প। এ বার ‘দেশের শত্রু’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের প্রশংসা করে বসলেন রিপাবলিকান শিবিরের সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। মঙ্গলবার উত্তর ক্যারোলাইনার রালিগের নির্বাচনী সমাবেশে এমনকী পশ্চিম এশিয়ার দেশগুলিতে স্বৈরশাসনই ভাল বলে মন্তব্য করেন তিনি। হোয়াইট হাউসের দৌ়ড়ে নামার পর থেকেই মার্কিন বিদেশনীতির সমালোচনা করে আসছেন ট্রাম্প। এ দিকে বুধবারই, আমেরিকার দোসর হয়ে ইরাক যুদ্ধে নামাটা ব্রিটেনের ভুল সিদ্ধান্ত বলে জানিয়েছে চিলকট তদন্ত কমিটির রিপোর্ট। তাই এই প্রেক্ষিতে ট্রাম্পের মুখে সাদ্দামের প্রশংসা কাকতালীয় হলেও ভাবাচ্ছে আন্তর্জাতিক কূটনীতিক মহলের একাংশকে। কী বলেছেন ট্রাম্প? তাঁর কথায়, ‘‘সাদ্দামকে খারাপ লোক বলেই জানি আমরা। কিন্তু আদতে সন্ত্রাস নিধনের যে কাজটা তিনি করেছিলেন, আমার মতে খুবই ভাল। স্বৈরশাসনই ভাল ওদের দেশে।’’