প্রবল চাপে সাংবাদিক সিরিল আইমেইদার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিল পাক-প্রশাসন। সম্প্রতি জঙ্গি দমন নিয়ে পাক-প্রশাসনের অন্দরে মতভেদের কথা দেশের একটি প্রথম সারির দৈনিকে ফাঁস করে দেন সিরিল। এর পরেই সিরিলকে দেশ ছাড়তে নিষেধ করা হয়। শুক্রবার পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী নিসার আলি খান বলেন, ‘‘দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু ভুল তথ্য পেশ করা হয়েছে। তবু সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা মাথায় রেখেই ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।’’