Cheetah

গাড়ির ছাদে উঠে পড়ল চিতা, সেলফিও তুললেন এক পর্যটক! ভিডিয়ো ভাইরাল

চিতা যখন গাড়ির ছাদে, ভিতরে বসে থাকা পর্যটকদের তখন ভয়ে গলদঘর্ম অবস্থা। এই বুঝি ঘাড়ে লাফ মারল— এমন চিন্তায় যখন বিভোর পর্যটকরা, ঠিক বিপরীত ছবি ধরা পড়ল হিংস্র সেই পশুটির আচরণে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:১০
Share:

চিতার সঙ্গে সেলফি। ছবি সৌজন্য টুইটার।

জঙ্গল সাফারিতে বেরিয়েছিলেন এক দল পর্যটক। চিতা দেখার জন্য একটি খোলা জায়গায় গাড়ি দাঁড় করান তাঁরা। হঠাৎই সেখানে একটি চিতার আবির্ভাব। ধীর পায়ে সেটি পর্যটকবোঝাই গাড়ির দিকে এগিয়ে আসে।

Advertisement

চিতার প্রতি পদক্ষেপ তখন গাড়ির ভিতর থেকে নজর রাখছিলেন গাইড এবং পর্যটকরা। সাফারি গাড়ির ‘সানরুফ’ খোলা ছিল। গাড়ির খুব কাছে এসেই এক লাফে চিতাটি ছাদের উপর উঠে পড়ে। খোলা ‘সানরুফ’ দিয়ে যে কোনও মুহূর্তে গাড়ির ভিতরে ঢুকে পড়ার সুযোগ ছিল চিতার।

চিতা যখন গাড়ির ছাদে, ভিতরে বসে থাকা পর্যটকদের তখন ভয়ে গলদঘর্ম অবস্থা। এই বুঝি ঘাড়ে লাফ মারল— এমন চিন্তায় যখন বিভোর পর্যটকরা, ঠিক বিপরীত ছবি ধরা পড়ল হিংস্র সেই পশুটির আচরণে।

Advertisement

গাড়ির ভিতরে না ঢুকে, সেটি সানরুফের নীচে বসে পড়েছিল। রোদ থেকে বাঁচতে একটু ছায়ার আশ্রয় খুঁজছিল চিতা। আর গাড়িটিকেও পেয়ে গিয়েছিল। ফলে সটান পর্যটকদের গাড়ির মাথায় চড়ে বসে রোদ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করতে দেখা যায় চিতাটিকে। সেটি যখন ছায়ায় নিজের শরীর ঠান্ডা করতে ব্যস্ত, ঠিক সেই সময় এক পর্যটক চিতার সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। মাঝে মাঝে তাঁকে আতঙ্কিত ভাবে ঘাড় ঘোরাতেও দেখা যাচ্ছিল। তবে এমন এক হিংস্র প্রাণীকে হাতের কাছে পেয়ে লসেলফি তোলার লোভ সামলাতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement