News Of The Day

মায়ানমারে ভূমিকম্প পরবর্তী উদ্ধার পর্ব। রেড রোডে ইদের নমাজে মমতা। আইপিএলে কলকাতা। আর কী কী

গৃহযুদ্ধে ধ্বস্ত মায়ানমারে উদ্ধারকাজে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। ভূমিকম্পের পরেও বিরোধীদের দখলে থাকা এলাকায় বোমাবর্ষণের অভিযোগ উঠেছে জুন্টা সেনার বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৭:৫৭
Share:

—ফাইল চিত্র।

মায়ানমারের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি

Advertisement

মায়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ১৭০০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা আরও বেশি। ভারত, চিন, আমেরিকা-সহ বিভিন্ন দেশ সাহায্যের জন্য এগিয়ে এসেছে। ভারতীয় সেনার অস্থায়ী হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে মায়ানমারে। উদ্ধারকাজে সাহায্যের জন্য গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তবে গৃহযুদ্ধে ধ্বস্ত মায়ানমারে উদ্ধারকাজে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। ভূমিকম্পের পরেও বিরোধীদের দখলে থাকা এলাকায় বোমাবর্ষণের অভিযোগ উঠেছে জুন্টা সেনার বিরুদ্ধে। শুক্রবারের ভূমিকম্পের প্রভাব পড়েছে মায়ানমারের পার্শ্ববর্তী তাইল্যান্ডেও। তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ৩০তলা নির্মীয়মাণ ভবন ভেঙে পড়েছে। ওই ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় দুই দেশের উদ্ধারকাজের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

সারা দেশে ইদ উদ্‌যাপন, রেড রোডে নমাজে মুখ্যমন্ত্রী মমতা

Advertisement

আজ দেশ জুড়ে পালিত হবে খুশির ইদ উৎসব। রাজ্যেও সর্বত্র ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষ নামাজ পড়ে উৎসব পালন করবেন। প্রতি বছরের মতো এ বারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের নমাজে যোগ দিতে যেতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। নিজের লন্ডন সফর শেষ করে শনিবার রাতেই কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। তার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ইদ উৎসবের প্রস্তুতি প্রসঙ্গে প্রশাসনিক কর্তাব্যক্তিদের থেকে বিস্তারিত রিপোর্ট নিয়েছেন তিনি। আজ সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রো়ডের নামাজে থাকতে পারেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা, মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী জাভেদ খান প্রমুখ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফের বৃদ্ধি করা হল আফস্পার মেয়াদ, শান্তি ফিরবে মণিপুরে?

রাষ্ট্রপতি শাসনের আবহেও অশান্তি থামার নাম নেই মণিপুরে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’বা আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট)-র মেয়াদ বৃদ্ধি করল স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১ এপ্রিল, ২০২৫ থেকে মণিপুরের পাঁচটি জেলার ১৩ টি থানা এলাকা বাদ দিয়ে গোটা রাজ্যেই আফস্পার মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধি করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, রাজ্যে নিরাপত্তা বজায় রাখতে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলির কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ।

আইপিএলে মুখোমুখি কলকাতা-মুম্বই

ওয়াংখেড়ে স্টেডিয়াম বরাবরই কলকাতার কাছে গাঁট। এই মাঠে খুব বেশি জয়ের ইতিহাস নেই তাদের। সেই মাঠেই আজ তৃতীয় ম্যাচে নামছে কলকাতা। বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্স। আগের ম্যাচে রাজস্থানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কেকেআর। অন্য দিকে, মুম্বই দু’টি ম্যাচেই হেরেছে। বিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে জিততে পারবে কেকেআর? ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

রাজ্য তাপমাত্রা কবে কমবে, স্বস্তি কি মিলবে

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রায় খুব বড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে তাপমাত্রায় পরিবর্তন হতে পারে তার পরে। পরবর্তী তিন দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তাতে অবশ্য গরমের অস্বস্তি খুব একটা কমবে না। উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। উত্তরবঙ্গের আটটি জেলাতেই আগামী পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement