News Of The Day

ভূমিকম্প পরবর্তী উদ্ধারের কাজ ও পরিস্থিতি মায়ানমারে। মোদীর ‘মন কী বাত’। আইপিএলের ম্যাচ। আর কী কী

শুক্রবারের জোরালো ভূমিকম্প এবং একাধিক ‘আফটারশক’ (ভূমিকম্প পরবর্তী কম্পন)-এর জেরে বিপর্যস্ত মায়ানমার। মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে। আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মায়ানমারে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি এবং কেমন চলছে উদ্ধারকাজ

Advertisement

শুক্রবারের জোরালো ভূমিকম্প এবং একাধিক ‘আফটারশক’ (ভূমিকম্প পরবর্তী কম্পন)-এর জেরে বিপর্যস্ত মায়ানমার। মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে। আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ। অনেকের এখনও সন্ধানই পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। ভূমিকম্পে ধ্বস্ত মায়ানমারের পাশে দাঁড়াতে ভারত-সহ বিভিন্ন দেশ এগিয়ে এসেছে। ভারত থেকে ইতিমধ্যেই প্রথম দফার ত্রাণসামগ্রী পৌঁছে গিয়েছে মায়ানমারে। আরও ত্রাণ পাঠানোর কাজ চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮০ জনের একটি দলকেও পাঠানো হচ্ছে মায়ানমারে। গৃহযুদ্ধে দীর্ণ এই দেশে পরিকাঠামোগত কারণে বার বার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে সেখানকার উদ্ধারকাজ, হতাহতের সংখ্যা ছাড়াও সামগ্রিক পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ কর্মসূচি

Advertisement

আজ ‘মন কী বাত’ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বেলা ১১টায় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর বেতারবার্তা। মাসের শেষ রবিবার, রেডিয়োতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন মোদী। এ বারের ‘মন কী বাত’ অনুষ্ঠানে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে বা পড়শি দেশ মায়ানমারের ভূমিকম্পের পরিস্থিতি নিয়ে তিনি কোনও মন্তব্য করেন কি না, সে দিকে নজর থাকবে আজ।

১৬ মাওবাদীর মৃত্যুর পরে মোদীর কর্মসূচি ছত্তীসগঢ়ে

আজ ছত্তীসগঢ়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর সাড়ে ৩টে নাগাদ ছত্তীসগঢ়ের বিলাসপুরে যাওয়ার কথা রয়েছে তাঁর। ঘটনাচক্রে, শনিবারই ছত্তীসগঢ়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। মোদীর কর্মসূচি পূর্বঘোষিত হলেও মাওবাদী দমন অভিযানে সাফল্যের পরের দিনই এই কর্মসূচি তাঁর ছত্তীসগঢ় সফরের গুরুত্ব বৃদ্ধি করেছে। বিলাসপুর থেকে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, মাওবাদী দমনে কেন্দ্রের ভাবনা নিয়ে তিনি কোনও মন্তব্য করেন কি না সে দিকেও নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে জোড়া ম্যাচ, তিন দলের ঘুরে দাঁড়ানোর লড়াই

আইপিএলে আজ জোড়া ম্যাচ। নামছে চার দল। তার মধ্যে তিনটি দলের ঘুরে দাঁড়ানোর লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের হায়দরাবাদ প্রথম ম্যাচে জিতলেও গত ম্যাচে লখনউয়ের কাছে হেরেছে। এটি তাদের তৃতীয় ম্যাচ। দিল্লি প্রথম ম্যাচে লখনউকে হারিয়েছে। আজ তাদের দ্বিতীয় ম্যাচ। বিশাখাপত্তনমে খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। এর পর মুখোমুখি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। রাজস্থান আগের দু’টি ম্যাচেই হেরেছে। চেন্নাই শুক্রবার হেরেছে বেঙ্গালুরুর কাছে। গুয়াহাটিতে খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও দক্ষিণের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা। তার পরে নামতে পারে পারদ। তবে অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আজ দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএসএলের সেমিফাইনালে মোহনবাগানের সামনে কারা?

আইএসএলে মোহনবাগানকে সেমিফাইনালে কাদের সঙ্গে খেলতে হবে, জানা যাবে আজ। দ্বিতীয় প্লে-অফে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি। যারা জিতবে, সেমিফাইনালে তারা মুখোমুখি হবে মোহনবাগানের। শিলংয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

স্প্যানিশ লিগে বার্সেলোনার ম্যাচ, বিপক্ষে জিরোনা

স্প্যানিশ লিগে আজ রয়েছে বার্সেলোনার খেলা। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সার সামনে জিরোনা। খেলা সন্ধ্যা ৭:৪৫ থেকে। এ ছাড়াও রয়েছে চারটি ম্যাচ। বিকেল ৫:৩০ থেকে রয়েছে গেটাফে-ভিয়ারিয়াল ম্যাচ। রাত ১০টা থেকে রয়েছে ভ্যালেন্সিয়া-মায়োরকা এবং অ্যাথলেটিক ক্লাব-ওসাসুনা ম্যাচ। সবশেষে রাত ১২:৩০ থেকে রয়েছে রিয়াল বেটিস-সেভিয়া ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement