প্রতীকী চিত্র।
তিন বোন একই দিনে একই হাসপাতালে তিন সন্তানের জন্ম দিলেন। শুধু তাই নয়, একই প্রসূতি বিশেষজ্ঞের তত্ত্বাবাবধানে তাঁরা সন্তানের জন্ম দেন। আমিরেকার ওহিও-তে এমনই এক বিরল ঘটনা সামনে এল। এই বিরল ঘটনা নাকি পাঁচ কোটিতে একটি হয়।
ড্যানেসা হাইনেস, অ্যারিয়েল উইলিয়ামস এবং অ্যাশলে হাইনেস তিন জনেই ওহিও হেল্থ ম্যানসফিল্ড হাসপাতালে ৩ জুলাই তাঁদের সন্তানের জন্ম দিয়েছেন। সাড়ে চার ঘণ্টার মধ্যেই তিন সন্তানের জন্ম হয়। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের ১৯৯৮ সালের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, একই দিনে তিন বোনের সন্তান জন্ম দেওয়ার ঘটনা পাঁচ কোটিতে একটি দেখা যায়।
তিন বোনই স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁদের সন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় এক সংবাদমাধ্যমকে ড্যানিস বলেন, এটা তাঁদের কাছে আশীর্বাদ। একটা অসাধারণ অভিজ্ঞতা। তাঁদের চিকৎসক এডরয় ম্যাকমিলান অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।
আরও পড়ুন: ড্রাইভার করোনা আক্রান্ত, পরিবারের সদস্যদের করোনা টেস্টের কথা জানালেন সারা আলি খান
আরও পড়ুন: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কনটেনমেন্ট জোনগুলি দেখে নিন
তিন বোনের মধ্যে অ্যারিয়েল ওই দিন প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। এর পর অ্যাশলে এক পুত্রসন্তান ও সব শেষে ড্যানিস কন্যাসন্তানের জন্ম দেন বলে জানা গিয়েছে।