প্রতীকী ছবি।
বন্দুকবাজের গুলিতে শনিবার ইলিনয়ে নিহত হলেন তিন জন। পুলিশ জানিয়েছে, রকফিল্ডের একটি বোলিং অ্যালিতে এই গুলিচালনার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ আসা একটি ফোনে ডন কার্টার লেনসের এক বিল্ডিংয়ে বন্দুকবাজের তাণ্ডবের কথা জানতে পারে পুলিশ। এক পুলিশ কর্তা জানিয়েছেন, তাঁরা যখন ঘটনাস্থলে পৌঁছন, তখনও অভিযুক্ত ভিতরেই ছিল। পরে টুইট করে পুলিশ জানায়, ৩৭ বছরের এক শ্বেতাঙ্গ যুবককে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে তিন জনকে নিহত অবস্থায় দেখে পুলিশ। জখম আরও তিন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার পিছনে কী কারণ তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আহতদের অন্তত দু’জন কিশোর। বোলিং অ্যালির ভিতরে ও বাইরে দুই জায়গাতেই গুলি চলে। এক বিবৃতিতে রকফোর্ডের মেয়র বলেন, ‘‘ডন কার্টার লেনসের হিংসার ঘটনায় আমি একাধারে দুঃখিত ও ক্ষুব্ধ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’’