Afghanistan

Spin Boldak: গেট খুললেই পাকিস্তান! সীমান্তলাগোয়া আফগান শহর স্পিন বোল্ডাকে হাজির শ’য়ে শ’য়ে আফগান

দেশের দু’প্রান্তের এই দৃশ্য বলে দিচ্ছে গত ১০ দিনের মধ্যে কী ভাবে পরিস্থিতি বদলে গিয়েছে আফগান ভূমে।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:২০
Share:

স্পিন বোল্ডাকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে হাজির কাতারে কাতারে মানুষ। ছবি সৌজন্য টুইটার।

দুই প্রান্ত, একই দৃশ্য। এবং সেই দৃশ্যই মিলিয়ে দিল রাজধানী কাবুলের সঙ্গে আফগানিস্তানের স্পিন বোল্ডাক শহরকে। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের সামনে থিক থিক করছে ভিড়। আফগানিস্তান ছেড়ে ভিন্‌ দেশে পালানোর ঠায় অপেক্ষা সেখানে। সেই একই ছবি ধরা পড়ল স্পিন বোল্ডাক প্রদেশে।
সীমান্তের ওপারেই পাকিস্তান। আফগান ভূমি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাকিস্তানে পালাতে চাইছেন আফাগনিস্তানের সীমান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলো। শুধু গেট খোলার অপেক্ষা। স্থানীয় এক সাংবাদিকের দাবি, কাবুল বিমানবন্দরের বাইরের পরিস্থিতি নিয়ে যতটা আলোচনা হচ্ছে, দেশের অন্য প্রান্ত নিয়ে এত মাতামাতি হচ্ছে না। কাবুল বিমানবন্দরের পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি স্পিন বোল্ডাকে আফগান সীমান্তের তুলনা তোলেন।

Advertisement

নাতিক মালিকজাদা নামে ওই সাংবাদিক একটি ভিডিয়োও শেয়ার করেছেন। এবং সেই ভিডিয়ো দেখিয়ে তিনি বলেছেন, ‘‘এটা কাবুল বিমানবন্দরের দৃশ্য নয়। এটা স্পিন বোল্ডাক। হাজার হাজার আফগান নাগরিক পাকিস্তানে পালানোর অপেক্ষায় দাঁড়িয়ে। এখানে পরিস্থিতি আরও ভয়াবহ। কারণ এই সীমান্তে সামাল দেওয়ার মতো কোনও বিদেশি বাহিনী নেই। এবং এই সীমান্তের পরিস্থিতি কতটা ভয়াবহ তা দেখাচ্ছেও না কোনও সংবাদমাধ্যম।’’

তাই যখন কাবুল বিমানবন্দরের পরিস্থিতি ঘুরেফিরে খবরের শিরোনামে আসছে, তখনই কাবুল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে কন্দহর প্রদেশে সীমান্তলাগোয়া এই স্পিন বোল্ডাক শহরের দৃশ্যই তুলে ধরেছেন নাতিক। আর সেই সঙ্গে দেশের দু’প্রান্তের এই দৃশ্য বলে দিচ্ছে গত ১০ দিনের মধ্যে কী ভাবে পরিস্থিতি বদলে গিয়েছে আফগান ভূমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement