ভিঞ্চির আঁকা সেই ‘দ্য আর্চঅ্যাঞ্জেল গ্যাব্রিয়েল’। ছবি ফেসবুকের সৌজন্যে।
চকচকে টাইলের ওপর একটা পরী এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। তাঁর ১৮ বছর বয়সে।
ইতালীয় পণ্ডিতদের দাবি, ভিঞ্চির আঁকা যত ছবির হদিশ মিলেছে, তার মধ্যে এটাই নাকি প্রথম ছবি। ভিঞ্চি যার নাম দিয়েছিলেন ‘দ্য আর্চঅ্যাঞ্জেল গ্যাব্রিয়েল’। সেই পরীর চোয়ালে সই করে তারিখও লিখেছিলেন ভিঞ্চি। তারিখটি ছিল ১৪৭১ সালের।
ভিঞ্চির সেই সই আর তারিখ খতিয়ে দেখে শিল্পকলা সংক্রান্ত ইতিহাসবিদ অধ্যাপক আর্নেস্টো সোলারি ও হস্তরেখা বিশারদ ইভানা রোসা বোনফান্তিনো ওই দাবি করেছেন।
তবে ভিঞ্চির সই খালি চোখে দেখা যাচ্ছে না, দেখতে হচ্ছে আতস কাচ লাগিয়ে।
আরও পড়ুন- যুগে যুগে পালটে গেছে মোনালিসা
আরও পড়ুন- মোনালিসার ন্যুড স্কেচ এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি?
গবেষকদের দাবি, যে চকচকে টাইলের ওপর পরীটি এঁকেছিলেন ভিঞ্চি, তা নাকি একটি বিখ্যাত ইতালীয় পরিবারের।