ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।
ইংরেজি ভাষা এবং এর ব্যাকরণগত জটিলতাকে রসবোধ মিশিয়ে ব্যাখ্যা করলেন এক কৌতুকাভিনেতা। যা নেটমাধ্যমে ভাইরাল ইতিমধ্যেই।
‘স্টেজ_ডোর_জনি’ নামে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। নিজেই প্রশ্নকর্তা, আবার নিজেই উত্তরদাতা। এই দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
বলতে শোনা যাচ্ছে, ‘‘একটি রুট যদি দু’টি পয়েন্টকে সংযুক্ত করে, তা হলে তাকে কী বলা হবে?’’ তাতে উত্তর এল, ‘‘রাস্তা।’’ কিন্তু সেই রাস্তার উপর যদি বাড়ি থাকে, তা হলে তাকে কী বলা হবে?’’ উত্তর এল, ‘‘স্ট্রিট।’’ আবারও প্রশ্ন, ‘‘যদি সেই রাস্তার উপর গাছ থাকে, তা হলে?’’ এ বার উত্তর এল, ‘‘অ্যাভিনিউ।’’ পরের প্রশ্ন, ‘‘যদি রাস্তা সরু হয়?’’ উত্তর, ‘‘লেন।’’
কমেডিয়ান এ ভাবেই ব্যাখ্যা করে ইংরেজি ভাষার জটিলতাকে নিজের রসবোধ মিশিয়ে উপস্থাপন করেছেন। বিমান থেকে নামা, ট্রেন থেকে নামা ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরে তিনি এই ভাষায় একই জিনিসকে কী ভাবে নানা শব্দ ব্যবহার করে ব্যাখ্যা করা হচ্ছে এবং তার ফলে যে জটিলতা তৈরি হচ্ছে, সে কথাই তুলে ধরেছেন।