US Visa Revocation

৩০০-র বেশি বিদেশি পড়ুয়ার ভিসা বাতিল! দেশে ফেরাবেন ট্রাম্প? চিন্তায় ভারতীয়েরাও

আমেরিকার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা সরকারবিরোধী অবস্থান নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। বিদেশ সচিব মার্কো রুবিয়ো ৩০০-র বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৪:২৯
Share:
The US revokes visas of over 300 international students

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি ছাত্রছাত্রীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

৩০০-র বেশি বিদেশি ছাত্রছাত্রীর ভিসা বাতিল করে দিল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশসচিব মার্কো রুবিয়ো এই ঘোষণা করেছেন। সেই সঙ্গে বিদেশি ছাত্রছাত্রীদের আমেরিকাছাড়া করার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। রুবিয়োর এই ঘোষণার পর আমেরিকায় বিদেশি ছাত্রছাত্রীরা আতঙ্কিত। অনিশ্চয়তায় ভুগছেন বহু ভারতীয়ও।

Advertisement

আমেরিকার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা সরকারবিরোধী অবস্থান নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্পের প্রশাসন। অনেকেই ইজ়রায়েল-হামাস যুদ্ধে প্যালেস্টাইনের পক্ষ নিয়ে সরব হয়েছেন। তাঁদের উপর সরকারের কোপ নেমে আসছে বলে অভিযোগ। যাঁরা সক্রিয় ভাবে বিরোধিতা করছিলেন, এত দিন কেবল তাঁদেরই শাস্তি দেওয়া হচ্ছিল। তবে এ বার সমাজমাধ্যমে এই সংক্রান্ত সক্রিয়তা দেখেও ‘সরকারবিরোধী’দের চিহ্নিত করা হচ্ছে। রুবিয়ো বলেছেন, ‘‘যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আমরা প্রতি দিন তাঁদের খুঁজছি।’’ সমাজমাধ্যমে ‘আমেরিকার সরকারবিরোধী’ কোনও পোস্টে লাইক বা কমেন্ট করলেও তাঁদের চিহ্নিত করা হচ্ছে বলে অভিযোগ।

যে ছাত্রছাত্রীদের ভিসা বাতিল করা হয়েছে, তাঁদের অনেকেই প্যালেস্টাইনিদের অধিকারের দাবিতে মুখ খুলেছিলেন। পশ্চিম এশিয়ার যুদ্ধে ইজ়রায়েলের পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প। তাঁর সরকারের সঙ্গে আলোচনা করেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চলাকালীন গাজ়ায় হামাসের ঘাঁটিতে হামলা চালিয়েছেন। বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ওই হামলায়। আমেরিকায় অনেকেই ট্রাম্প সরকারের এই নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। যে বিদেশি পড়ুয়ারা তাতে যোগ দিয়েছেন, তাঁদের চিহ্নিত করছে ট্রাম্প প্রশাসন। আগামী দিনে তাঁদের দেশে ফিরিয়ে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

Advertisement

অন্য দেশ থেকে যাঁরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকায় যান, তাঁরা এফ-১ ভিসা পেয়ে থাকেন। এটি একটি অ-অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিদেশি ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ের জন্য আমেরিকায় থেকে সেখানকার স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। সম্প্রতি সেই ধরনের ৩০০-র বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement