COVID -19: মারা গেলেন দীর্ঘতম সময় ধরে সংক্রমিত করোনা রোগী

অতিমারির সূচনা থেকে এ যাবত এত দীর্ঘ সময় ধরে সংক্রমিত থাকার নজির আর কোনও রোগীর নেই বলেই খবর।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ২০:৫৫
Share:

ফাইল চিত্র।

কোভিডে ভুগেছেন প্রায় ১৮ মাস। নির্দিষ্ট করে বললে ৫০৫ দিন। শেষ পর্যন্ত হার মানলেন ব্রিটেনের সেই রোগী। অতিমারির সূচনা থেকে এ যাবত এত দীর্ঘ সময় ধরে সংক্রমিত থাকার নজির আর কোনও রোগীর নেই বলেই খবর।

Advertisement

ওই রোগীর নামধাম-সহ ব্যক্তিগত খুঁটিনাটি সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। এমনকি তাঁর বয়স বা টিকাকরণের ইতিহাস সম্বন্ধেও বাকি পৃথিবী অন্ধকারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর রোগপ্রতিরোধ ক্ষমতা প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ওই রোগীর সম্বন্ধে যে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওই রোগী করোনাভাইরাসের আলফা, গামা, ওমিক্রন-সহ ১০টি মিউটেশনের শিকার হয়েছিলেন। তাঁর সংক্রমণের দীর্ঘ ইতিহাস এখন রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement