Balochistan Terror Attack

বালোচিস্তানে আপাতত বিদ্রোহী দমনে পূর্ণাঙ্গ সেনা অভিযান নয়, ঘোষণা শাহবাজ় শরিফ সরকারের

স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) গত এক সপ্তাহে তিনটি বড় ধরনের হামলা চালিয়েছে ওই প্রদেশে। তার মধ্যে রয়েছে ট্রেন ছিনতাইও!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৫:৩২
Share:

বালোচিস্তানে নরম নীতি শাহবাজ় শরিফ সরকারের? —ফাইল ছবি।

পর পর হামলার ঘটনা সত্ত্বেও বালোচ বিদ্রোহীদের দমন করতে আপাপত ‘বড় মাপের সেনা অভিযানে’র পথে হাঁটবে না পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার। সোমবার পাক প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ কথা জানিয়েছেন শরিফের রাজনৈতিক ও জনসংযোগ বিষয়ক মুখ্য উপদেষ্টা রানা সানাউল্লা।

Advertisement

সানাউল্লা বলেন, ‘‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালোচ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান যেমন চলছে, সে ভাবেই চলবে। কিন্তু এই মুহূর্তে বালোচিস্তান জুড়ে পূর্ণাঙ্গ সেনা অভিযানের কোনও প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি না।’’ প্রাক্তন পাক স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লার পরিচিতি ‘প্রধানমন্ত্রী শরিফের ঘনিষ্ঠতম নেতা’ হিসাবে। তাঁর মন্তব্য তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে আর এক বিদ্রোহী গোষ্ঠী তহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে বড় ধরনের সেনা অভিযান শুরু হয়েছে। যার জেরে ইসলামাবাদের বিরোধ বেধেছে আফগান তালিবানের সঙ্গে। এই পরিস্থিতিতে শরিফ সরকার একসঙ্গে দু’টি পৃথক লড়াইয়ে জড়াতে চাইছে না বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ। সানাউল্লার বার্তা সেই ইঙ্গিতবাহী বলেই তাঁদের মত।

Advertisement

এক সপ্তাহের মধ্যে বালোচিস্তানে তিনটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নোশকিকে সেনা কনভয়ে আত্মঘাতী হামলা রয়েছে এই তালিকায়। প্রতিটি ক্ষেত্রেই হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। ঘটনাচক্রে, চলতি মাসের গোড়াতেই অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে বিএলএ। সানাউল্লার অভিযোগ, ভারতের তৎপরতাতেই একজোট হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement