Golconda Blue Diamond

নিলামে নীল হিরে

বিশ্বের অন্যতম মহার্ঘ নীল হিরে ‘গোলকোন্ডা ব্লু’ ক্রিস্টির নিলামে উঠতে চলেছে আগামী ১৪ মে। ২৩.২৪ ক্যারাটের এই হীরকখণ্ডের দাম ৩০০ থেকে ৪৩০ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৭:৩৭
Share:
সেই নীল হিরে।

সেই নীল হিরে। ছবি: ক্রিস্টির সৌজন্যে।

অত্যাশ্চর্য নীল আভিজাত্যের ছটায় ঝলমল করছে সে। বিশ্বের অন্যতম মহার্ঘ নীল হিরে ‘গোলকোন্ডা ব্লু’ ক্রিস্টির নিলামে উঠতে চলেছে আগামী ১৪ মে। ২৩.২৪ ক্যারাটের এই হীরকখণ্ডের দাম ৩০০ থেকে ৪৩০ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
ফরাসি চিত্রকর মঁভেলের আঁকা পোর্ট্রেটে রানির গলায় ‘গোলকোন্ডা ব্লু’।

ফরাসি চিত্রকর মঁভেলের আঁকা পোর্ট্রেটে রানির গলায় ‘গোলকোন্ডা ব্লু’। ছবি: ক্রিস্টির সৌজন্যে।

গত শতকের বিশের দশকে এই হিরে ছিল ইন্দোরের রাজা দ্বিতীয় যশোবন্ত রাও হোলকারের কাছে। ‘ইন্দোর পিয়ার্স’ নামে একজোড়া সাদা হিরের সঙ্গে মিলিয়ে রাজার বাবা ফ্রান্সের বিখ্যাত অলঙ্কারনির্মাতাকে দিয়ে একটি ব্রেসলেট গড়িয়েছিলেন। এর দশ বছর পরে ১৯৩৩ সালে রাজা নিজে আবার তাঁর খাস গয়নাকারকে দিয়ে ওই তিনটে হিরে বসিয়ে একটি নেকলেস গড়ান। ফরাসি চিত্রকর মঁভেলের আঁকা একটি পোর্ট্রেটে সেটা রানির গলায় দেখা যায়। ১৯৪৭ সালে ‘গোলকোন্ডা ব্লু’ চলে গিয়েছিল নিউ ইয়র্কের এক অলঙ্কারনির্মাতার হাতে। তিনি সেটিকে একটি ব্রোচে বসিয়েছিলেন। সেই ব্রোচ আবার এসেছিল বরোদার মহারাজার সংগ্রহে। তার পর ফের হাতবদল। আপাতত সে নিলামের জন্য তৈরি হচ্ছে। প্যারিসের নামী ডিজ়াইনার জেএআর তাকে এখন বসিয়েছেন আংটিতে। দেখা যাক, কার আঙুলে ওঠে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement