নরকদ্বার
নরকের প্রবেশদ্বার বলে যদি কিছু থাকে, তা হলে তুর্কমেনিস্তানের ডারওয়েজ গ্রামের এই জায়গাকে বলা যেতে পারে। দিন-রাত একটি গর্তের মুখে জ্বলেই চলেছে আগুন। ডারওয়েজ গ্রামের আশপাশে আরও কোথাও এমন দৃশ্য দেখতে পাওয়া যায় না। বছরে পর বছর শীত, গ্রীষ্ম, বর্ষা এই গর্ত জ্বলছে। তাই স্থানীয় বাসিন্দারা এই গর্তকে নরকের প্রবেশদ্বার বলে ডাকে। কেন এই গর্তে সব সময় আগুন জ্বলে? এর পিছনে কী রহস্য রয়েছে? না কি সত্যিই এটি নরকের প্রবেশদ্বার? বিজ্ঞান কী বলছে? হয়ত এ সব প্রশ্নগুলো আপনার মনেও ঘুরপাক খাচ্ছে। তা হলে জেনে নিন সত্যিই এর পিছনে রহস্য কী?
আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে বড় এই মাছের বাজারে তিমিও বিক্রি হয়!
আরও পড়ুন- পুজো শেষ, বেড়ানো শেষ, ছুটি শেষ…মন কেমন