গুলি-যুদ্ধে হত কিশোর-জঙ্গি

অধ্যাপকের উপর হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল গোলাম ফইজুল্লাহ ফাহিম নামে বছর কুড়ির এক কিশোরকে। পুলিশকে নিয়ে তারই সঙ্গীদের ডেরা দেখাতে যাওয়ার সময় সংঘর্ষে মৃত্যু হল তার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১৯ জুন ২০১৬ ০৯:০৩
Share:

অধ্যাপকের উপর হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল গোলাম ফইজুল্লাহ ফাহিম নামে বছর কুড়ির এক কিশোরকে। পুলিশকে নিয়ে তারই সঙ্গীদের ডেরা দেখাতে যাওয়ার সময় সংঘর্ষে মৃত্যু হল তার। গত বুধবার মাদারিপুরের অধ্যাপক রিপন চক্রবর্তীর উপর হামলা চালিয়েছিল ফাহিম ও তার কিছু সঙ্গী। সেই ঘটনায় গ্রেফতার হয় ফাহিম। তাকে সঙ্গে নিয়ে তার সঙ্গীদের ডেরা থেকে তুলে আনার পরিকল্পনা নেয় পুলিশ। এসএসপি মনিরুজ্জামান ফকির বলেন, ‘‘মিয়ারচর গ্রামে অভিযানে গিয়েছিল পুলিশ। ফাহিমের সঙ্গীরা পুলিশকে দেখে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলির লড়াইয়ের মধ্যে পড়েই মৃত্যু হয় ফাহিমের।’’ রিপন আপাতত বিপন্মুক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement