International News

বান্ধবীর ‘লভ বাইট’ কেড়ে নিল কিশোরের প্রাণ!

আনন্দের মুহূর্ত যে এ ভাবে প্রাণ কেড়ে নিতে পারে তা বোধহয় ভাবেননি মেক্সিকোর ১৭ বছরের কিশোর জুলিও ম্যাকিয়াস গনজালেজ। প্রেমিকার সঙ্গে একান্ত ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় তারই ‘লভ বাইট’-এর জেরে গত সোমবার প্রাণ হারিয়েছেন জুলিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ১১:৩৭
Share:

ঘটনাটি ঠিক কী?

প্রেমিকার আদর মেশানো একটা কামড়। আর তাতেই মৃত্যু!

Advertisement

আনন্দের মুহূর্ত যে এ ভাবে প্রাণ কেড়ে নিতে পারে তা বোধহয় ভাবেননি মেক্সিকোর ১৭ বছরের কিশোর জুলিও ম্যাকিয়াস গনজালেজ। প্রেমিকার সঙ্গে একান্ত ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় তারই ‘লভ বাইট’-এর জেরে গত সোমবার প্রাণ হারিয়েছেন জুলিও।

ঘটনাটি ঠিক কী?

Advertisement

সংবাদ সংস্থার খবর, গত সোমবার বিকেলে তার ২৪ বছরের প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন জুলিও। সে সময়ে কোনও এক ঘনিষ্ঠ মুহূর্তে তাকে কামড়ে দেন প্রেমিকা। এর পর পরিবারের সঙ্গে ডিনার করতে যান ওই কিশোর। আর ডিনার টেবিলে হঠাত্ই খিঁচুনি শুরু হয় তার। এর কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয়।

ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান জুলিওর পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে জুলিওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিত্সকরা জানিয়েছেন, প্রেমিকার কামড়ে ওই কিশোরের গলায় রক্ত জমাট বেঁধে যায়। আর সেই জমাট রক্তের একটা অংশ ব্রেনে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্ট্রোক হয়ে মৃত্যু হয় জুলিওর। যদিও জুলিওর সেই প্রেমিকার কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে পুলিশের দাবি। জুলিওর মৃত্যুর জন্য ওই বান্ধবীকেই দায়ী করছে তার পরিবার।

আরও পড়ুন, এক ঘুষিতে ২ বছরের শিশুকে মেরে ফেললেন মায়ের প্রেমিক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement