—প্রতিনিধিত্বমূলক ছবি।
আফগানিস্তানে সঙ্গীতচর্চা নিষিদ্ধ করেছে তালিবান। বাজেয়াপ্ত করা যাবতীয় বাদ্যযন্ত্র তাই রীতিমতো বহ্ন্যূৎসব করে পুড়িয়ে দিল প্রশাসন। সপ্তাহান্তে হেরাট প্রদেশে দাউদাউ করে জ্বলে গেল গিটার, হারমোনিয়াম, তবলা।
শনিবারের এই বহ্ন্যূৎসবে কয়েক শো ডলার অর্থমূল্যের বাজনা পোড়ানো হয়েছে বলে খবর। মূলত শহরের বিভিন্ন বিয়েবাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলো। চারিত্রিক গুণের প্রসার এবং দোষ প্রতিরোধের জন্য আলাদা মন্ত্রকই খুলেছে তালিবান সরকার। কট্টর ধর্মীয় অনুশাসনের নিক্তি মেপে নির্ধারিত হচ্ছে দোষ-গুণের সংজ্ঞা। সেই হিসেবেই গানবাজনা পড়েছে দোষের কোঠায়। হেরাটে মন্ত্রকের প্রধান আজিজ আল-রহমান আল-মুহাজির বলেছেন, ‘‘সঙ্গীত নৈতিক অবক্ষয় ঘটায়। যুবসমাজ উচ্ছন্নে যায়।’’ গত সপ্তাহে দেশ জুড়ে বন্ধ করা হয়েছিল বিউটি পার্লার।