কাবুলে আফগান পার্লামেন্টে তালিবান হানা

পার্লামেন্ট চলছে। সদস্যদের সামনে সবে প্রেসিডেন্ট মনোনীত নয়া প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মাসুম স্ট্যানেকজাইয়ের নাম প্রস্তাব করা হয়েছে। তাঁদের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় পার্লামেন্ট। ঠিক তখনই বিকট আওয়াজ। ভবনের ভেতর চার দিক ধোঁয়ায় ভরে গিয়েছে। পার্লামেন্ট সদস্যেরা যে যে দিকে পারছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়চ্ছেন। সোমবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট হাউসের ছবিটা ছিল ঠিক এমনই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ১৮:৫৯
Share:

পার্লামেন্টের ভেতর ধোঁয়ার ভরা। ছবি: রয়টার্স।

পার্লামেন্ট চলছে। সদস্যদের সামনে সবে প্রেসিডেন্ট মনোনীত নয়া প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মাসুম স্ট্যানেকজাইয়ের নাম প্রস্তাব করা হয়েছে। তাঁদের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় পার্লামেন্ট। ঠিক তখনই বিকট আওয়াজ। ভবনের ভেতর চার দিক ধোঁয়ায় ভরে গিয়েছে। পার্লামেন্ট সদস্যেরা যে যে দিকে পারছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়চ্ছেন। সোমবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট হাউসের ছবিটা ছিল ঠিক এমনই।

Advertisement

এ দিন সকালে শক্তিশালী বিস্ফোরণে পার্লামেন্ট কেঁপে ওঠার পরই সেই হামলার দায় স্বীকার করে নেয় তালিবানরা। সংগঠনের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে জানায়, ‘বহু মুজাহিদিন পার্লামেন্ট ভবনের ভিতর ঢুকে পড়েছে। প্রবল সংঘর্ষ চলছে।’ ওই টুইটে আরও জানানো হয়েছে, ‘পার্লামেন্টে যখন নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম প্রস্তাব করা হচ্ছে ঠিক তখনই হামলা চালানো হয়েছে।’

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, এক জন আত্মঘাতী জঙ্গি-সহ বন্দুকবাজেরা এ দিন সকালে পার্লামেন্টে হামলা চালায়। আত্মঘাতী জঙ্গি পার্লামেন্ট চত্বরেই নিজেকে উড়িয়ে দেয়। এর পর বন্দুকবাজেরা যে যার জায়গা নিয়ে নেয়। এই ঘটনায় ১৯ জন আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

Advertisement

তবে, আফগান প্রশাসনের তরফে বিস্ফোরণের কথা স্বীকার করা হলেও, ঘটনার বিষয়ে সবিস্তার কিছু জানানো হয়নি। তালিবান জঙ্গিরা কী ভাবে কড়া নিরাপত্তার মধ্যে পার্লামেন্টের ভেতর ঢুকে পড়ল তাও তাদের কাছে এখনও অজানা। এমনকী, ক্ষয়ক্ষতির কথাও কিছু এ দিন দুপুর পর্যন্ত তারা জানাতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement