চার ভারতীয়-সহ দু’হাজারের বেশি দাবিহীন ডরমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের তালিকা প্রকাশ করল সুইস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তালিকায় দু’হাজার ছ’শো অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে ৮০টি ভল্টের মালিকের নামও। তবে চার ভারতীয় সম্পর্কে সব তথ্য প্রকাশ করেনি তারা।
সুইস ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ১০ বছর অব্যবহৃত অ্যাকাউন্টকে ডরমেন্ট অ্যাকাউন্ট বলা হয়। মোট প্রায় ৩০০ কোটি টাকার দাবিহীন সম্পত্তির তালিকা প্রকাশ করা হলেও এর মধ্যে ভারতীয়দের সম্পত্তির পরিমাণ নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। ভারতীয়দের মধ্যে দু’জনের ঠিকানা ভারতের, এবং এক জনের ঠিকানা প্যারিসের বলা হলেও চতুর্থ ব্যক্তি সম্পর্কে কিছুই জানায়নি সুইস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এঁদের মধ্যে পিয়ের ভাচেক নামে এক জনের ঠিকানা মুম্বই এবং বাহাদুর সিংহের ঠিকানা দেহরাদূন বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জনৈক মোহন লালের ঠিকানা প্যারিসের বলে জানানো হয়েছে। ব্যাঙ্কে গচ্ছিত সম্পত্তির দাবি জানাতে এঁদের পরিবারকে পাঁচ বছরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সংস্থার ইতিহাসে এই প্রথম বার এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করল সুইস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কালো টাকা নিয়ে তালিকা প্রকাশ করলেও দাবিহীন অ্যাকাউন্টের তালিকা প্রকাশ এই প্রথম। সংস্থার তরফে জানানো হয়েছে, ৬০ বছর অব্যবহৃত এবং অন্তত ৫০০ সুইস ফ্রাঁ থাকা অ্যাকাউন্টকেই রাখা হয়েছে তালিকায়।