বিস্ফোরণস্থলে দুমড়েমুচড়ে গিয়েছে গাড়ি। ছবি: রয়টার্স।
ফের কাবুলে জঙ্গি হানা! এ বার শহরের বিমানবন্দরের প্রবেশপথে গাড়িবোমা বিস্ফোরণ হল। সোমবার দুপুরের ঘটনা। সরকারি সূত্রের খবর, বিস্ফোরণে নিহত হয়েছেন ৪ জন। গুরুতর জখম অন্তত ১৫।
আফগান নেতা মোল্লা মহম্মদ ওমরের মুত্যুর পর গত সপ্তাহেই কাবুলে বড়সড় আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় অন্তত ৫০ জন নিহত হন। আহত হন ২৫০ জন। এর পরেই শহরে হাই অ্যালার্ট জারি করা হয়।
এ দিন আত্মঘাতী বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে বলে সেনা সূত্রের খবর। এক সেনা আধিকারিক জানিয়েছেন, তাদের দু’টি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এর পিছনে কার হাত রয়েছে তা জানা যায়নি। এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।
বিস্ফোরণের পরই উদ্ধারকাজে নেমেছে সেনা-সহ স্থানীয় পুলিশ। প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তা নাজিব দানিস বলেন, “ভিড়ে ঠাসা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় প্রাণ হারিয়েছেন নিরাপত্তারক্ষী-সহ সারারণ মানুষ।” বিস্ফোরণের ফলে বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি দুমড়েমুচড়ে গিয়েছে। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জনস্বাস্থ্য দফতরের মুখপাত্র ওয়াহিদুল্লা মায়ার জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে এখনও পর্যন্ত তার জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একটি শিশু-সহ এক মহিলাও রয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে আশপাশের দোকানগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন কাবুলের ডেপুটি পুলিশ সুপার জেনারেল গুল আগা রোহানি।
মোল্লা ওমরের মৃত্যুর পর গত মাসের শেষে আফগান তালিবানের নেতা হিসাবে মোল্লা মহম্মদ আখতার মনসুরের নাম সামনে এসেছে। সূত্রের খবর, নেতৃত্ব বদলের পরই তালিবানদের মধ্যে তা নিয়ে মতভেদ সামনে আসে।