এই সেই উপগ্রহ চিত্র।—ছবি রয়টার্স।
গত কয়েক দিন ধরেই উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে। এ বার সামনে এল ‘ট্রেনের তত্ত্ব’! কিম ও তাঁর পরিবার যে বিশেষ ট্রেনটিতে সফর করেন, ২৫০ মিটার লম্বা সেই ট্রেনটিকে দেশের একটি ‘রিসর্ট টাউনে’ দেখা গিয়েছে। ট্রেনের সেই ছবি ধরা পড়েছে মার্কিন উপগ্রহ চিত্রে।
উত্তর কোরিয়ায় নজরদারির জন্য তৈরি ‘৩৮ নর্থ’ নামে একটি মার্কিন ওয়েবসাইট শনিবার জানিয়েছে, গত ২১ এপ্রিল রিসর্ট শহর উনসানের লিডারশিপ স্টেশনে ট্রেনটি পৌঁছয়। ২৩ তারিখ পর্যন্ত সেখানেই ছিল ট্রেনটি। ফলে ওই অঞ্চলেই কিম রয়েছেন, এমন সম্ভাবনা উঠে এসেছে।
উনসানের ওই কম্পাউন্ডে ন’টি অতিথিশালা এবং একটি বিনোদন কেন্দ্র রয়েছে। নিরাপত্তাবেষ্টনীতে ঘেরা বন্দর, শুটিং রেঞ্জ, রেল স্টেশনের পাশে রানওয়েও রয়েছে। কিম ক্ষমতায় আসার পরে ওই অঞ্চলে একটি নতুন ভবনও নির্মাণ করা হয়।
মার্কিন ওয়েবসাইটের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, ট্রেনটিকে পূর্ব উপকূলবর্তী ওই স্টেশনে দেখা গেলেও কিম ওই ট্রেনেই রয়েছেন নাকি উনসানের ওই কম্পাউন্ডে, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। জানা যায়নি কিমের শারীরিক অবস্থার বিষয়টিও।
গত ১৫ এপ্রিল কিমের দাদু কিম দ্বিতীয় সাংয়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠান। প্রতি বছর জাঁকজমক করে সেই অনুষ্ঠান পালিত হয়। উপস্থিত থাকেন কিম। কিন্তু এ বারে সেই অনুষ্ঠানে দেখা যায়নি কিমকে। তার পর থেকেই মধ্য তিরিশের এই স্বৈরাচারী শাসককে নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। একটি মার্কিন সংবাদমাধ্যমও কিমের সঙ্কটজনক শারীরিক অবস্থারই ইঙ্গিত দিয়েছিল। দক্ষিণ কোরিয়ার একটি ওয়েব পোর্টালও জানিয়েছিল, কিমের হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। তাঁর স্বাস্থ্য নিয়ে পরামর্শের জন্য পিয়ংইয়্যাংয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলও বেজিং পাঠিয়েছে বলে খবর। গত কাল হংকংয়ের একটি সংবাদমাধ্যম অবশ্য দাবি করে, প্রয়াত হয়েছেন এই স্বৈরাচারী শাসক। দক্ষিণ কোরিয়ার বহু রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন, কিম গুরুতর অসুস্থ। সে ক্ষেত্রে কিম অসমর্থ হয়ে পড়লে কিংবা তাঁর মৃত্যু হলে রাজনৈতিক সঙ্কট এড়াতে দেশের হাল ধরতে পারেন কিমের বোন কিম ইয়ো জং। রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের ঘনিষ্ঠ তথা দেশের বিদেশনীতি উপদেষ্টা চুং-ইন-মুন জানিয়েছেন, কিম সুস্থ রয়েছেন। বিশ্ব জুড়ে জল্পনার মধ্যেও গোটা বিষয়টি নিয়ে কুলুপ এঁটেছে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।