Plane Crash in Sao Paulo

জরুরি সময়ে ব্যস্ত রাস্তায় নেমে এল বিমান! ধাক্কা লেগে পুড়ে ছাই বাস, ব্রাজিলে মৃত দুই

গত ডিসেম্বরেই ব্রাজিলের গ্রামাডোয় একটি দোকানে ভেঙে পড়ে একটি ছোট বিমান। তাতে সওয়ার ১০ জনেরই মৃত্যু হয়। তার আগে সাও পাওলোতেই একটি যাত্রীবিমান এক আবাসনের উপর ভেঙে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৪
Share:
শুক্রবার সাও পাওলোর রাস্তায় জরুরি অবতরণের সময়ে বাসে ধাক্কা বিমানের।

শুক্রবার সাও পাওলোর রাস্তায় জরুরি অবতরণের সময়ে বাসে ধাক্কা বিমানের। ছবি: রয়টার্স

আবার বিমান দুর্ঘটনা ব্রাজিলে। সাও পাওলো শহরে দুর্ঘটনার মুখে পড়ল ছোট বিমান। প্রাণ হারালেন দু’জন। আহত আরও দু’জন। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কিং এয়ার এ৯০ বিমানটি সাও পাওলোর পশ্চিমে একটি ব্যস্ত রাস্তায় জরুরি অবতরণ করছিল। সে সময় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে সেটির। নিমেষে বাসটিতে আগুন ধরে যায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য কোনও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, মৃত দু’জন বিমানেই সওয়ার ছিলেন। আর কত জন ছিলেন বিমানে, তা এখনও জানা যায়নি।

গত ডিসেম্বরেই ব্রাজিলের গ্রামাডোয় একটি দোকানে ভেঙে পড়ে একটি ছোট বিমান। তাতে সওয়ার ১০ জনেরই মৃত্যু হয়। তার আগে সাও পাওলোতেই একটি যাত্রীবিমান এক আবাসনের উপর ভেঙে পড়ে। ওই ঘটনায় মৃত্যু হয় বিমানে সওয়ার ৬১ জনের। আবাসনে কারও মৃত্যু হয়েছিল কি না, তা নিশ্চিত করেনি প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement