Mathematics

কী এমন সমীকরণ? যার উত্তর নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা!

স্কুলস্তরের অঙ্কের একটি সমীকরণ। আর সেই সমীকরণের উত্তর নিয়েই দ্বিধাবিভক্ত নেটদুনিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ১৯:৪১
Share:

সমীকরণের প্রতীকী ছবি। শাটারস্টক।

স্কুলস্তরের অঙ্কের একটি সমীকরণ। আর সেই সমীকরণের উত্তর নিয়েই দ্বিধাবিভক্ত নেটদুনিয়া।

Advertisement

গত সোমবার ‘এম’ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে অঙ্কের একটি সমীকরণ। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্ট। ১২ হাজারেরও বেশি লাইকের পাশাপাশি তিন হাজারেরও বেশি রিটুইট হয়েছে পোস্টটি।

ওই পোস্টে থাকা অঙ্কের সমীকরণটি হল: ৮÷ ২(২+২)=? এই সমীকরণের উত্তর কী হবে তা নিয়েই শুরু হয়েছে তর্ক বিতর্ক। কেউ বলছেন এই সমীকরণের উত্তর হবে ১৬। আবার কেউ বলছেন এর উত্তর ১। কিন্তু সঠিক কোনটি?

Advertisement

আরও পড়ুন: বেজিংয়ের সমস্ত রেস্তরাঁ থেকে ইসলাম সম্পর্কিত প্রতীক সরিয়ে ফেলার নির্দেশ!

৮÷ ২(২+২)=৮÷ ২(৪)= ৮÷৮ = ১। অর্থাৎ ১ ই হল এই সমীকরণের সঠিক উত্তর। অঙ্কের প্রাথমিক সূত্র অনুসারে প্রথমে হয় বন্ধনীর কাজ। তার পর ‘এর’ অর্থাৎ গুণের। এই দুটি ধাপ সমাধান করলে সমীকরণটি দাঁড়াবে ৮÷৮। ৮ কে ৮ দিয়ে ভাগ করলে তার উত্তর হয় ১।

তাই ১৬ যারা উত্তর বলছেন তাঁদের প্রতি ১ উত্তর দাবি করা ব্যক্তিদের উপদেশ- ‘স্কুলে আবার ভর্তি হন।’

আরও পড়ুন: লাগবে না হাত পা! শুধু মন দিয়েই খেলা যাবে এই ভিডিয়ো গেম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement