Shark

Shark: পেটের নীচ থেকে খুবলে খাওয়া অবস্থাতেই শিকার করছে হাঙর! প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিয়ো

মোজাম্বিকে সমুদ্রের এক-দু’মিটার গভীরে এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন লেব্রাতো এবং তাঁর দল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৩:৪৫
Share:

পেটের নীচ থেকে খুবলে খাওয়া সেই হাঙর।

পেটের নীচ থেকে অনেকটা অংশ খুবলে খাওয়া। সেই অবস্থাতেই শিকার করতে দেখা গেল এক বিশালাকায় হাঙরকে। সেই দৃশ্য ধরা পড়েছে বিজ্ঞানী মারিয়ো লেব্রাতোর ক্যামেরায়।

দ্য সান-কে লেব্রাতো জানিয়েছেন, অন্য হাঙরের হামলায় জখম হয়েছে এই হাঙরটি। হাঙর হাঙরকে খায়, এ ঘটনা স্বাভাবিক। কিন্তু শরীরের বিশাল অংশ গায়েব হওয়া সত্ত্বেও কী ভাবে জখম হাঙরটি শিকার করছে তা ইতিমধ্যেই তাঁকে ভাবিয়ে তুলেছে বলে জানিয়েছেন লেব্রাতো।

Advertisement

মোজাম্বিকে সমুদ্রের এক-দু’মিটার গভীরে এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন লেব্রাতো এবং তাঁর দল। হাঙরটি ওই অবস্থায় প্রায় ২০ মিনিট বেঁচে থাকার পর মারা যায়।

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর অধ্যাপক মিকান বলেন, “কোনও একটা নির্দিষ্ট প্রজাতির হাঙর অন্য প্রজাতির হাঙরের উপর হামলা চালাচ্ছে বিষয়টি এমন নয়। বেশ কিছু প্রজাতির হাঙরের মধ্যেও এমন আচরণ লক্ষ্য করা গিয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement