International News

নিখোঁজ সুইডিশ সাংবাদিকের মুন্ডু, ধড়, পা উদ্ধার সমুদ্রে

খবরের খোঁজে ডেনমার্কের একটি সাবমেরিনে চেপে অগস্টে রওনা হওয়ার পর গত দু’মাস ধরে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না সুইডিশ সাংবাদিক কিম ওয়ালের।

Advertisement

সংবাদ সংস্থা

টরেন্টো শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ১৮:২৫
Share:

সেই নিহত সাংবাদিক কিম ওয়াল।

দু’মাস নিখোঁজ হয়ে থাকা এক সুইডিশ মহিলা সাংবাদিকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে কোপেনহাগেনে।

Advertisement

খবরের খোঁজে ডেনমার্কের একটি সাবমেরিনে চেপে অগস্টে রওনা হওয়ার পর গত দু’মাস ধরে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না সুইডিশ সাংবাদিক কিম ওয়ালের। ওই সাবমেরিনটি ডেনমার্কেরই এক প্রযুক্তিবিদ পিটার ম্যাডসেনের বানানো।

পুলিশের সন্দেহ, ওই সাবমেরিনেই খুন করা হয় সাংবাদিক ওয়ালকে। ডুবুরিরা সমুদ্রে নেমে একটি প্লাস্টিক ব্যাগ পেয়েছেন। সাংবাদিক ওয়ালের ধড়, মুন্ডু, পা আলাদা আলাদা ভাবে কেটে ওই প্লাস্টিক ব্যাগেই পুরে রাখা ছিল। সেই ব্যাগটি যাতে সমুদ্রে ডুবে না যায়, সে জন্য তাতে ভারী ধাতব খণ্ড চাপানো ছিল। যে ছুরি দিয়ে ওই মহিলা সাংবাদিকের দেহটি কেটে ছিন্নভিন্ন করা হয়েছিল, সেই ছুরিটাও ওই ব্যাগে রাখা ছিল।

Advertisement

আরও পড়ুন- কড়া বার্তা দিতে টিলারসনদের পাকিস্তানে পাঠাচ্ছেন ট্রাম্প​

আরও পড়ুন- আগেই দিওয়ালি এনে দিলাম, জিএসটি হ্রাস নিয়ে বলছেন মোদী​

সাবমেরিনটি যিনি বানিয়েছেন সেই ম্যাডসেনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে ম্যাডসেন বলেছেন, দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওয়ালের।

কোপেনহাগেন পুলিশের এক মুখপাত্র অবশ্য জানাচ্ছেন, ওই মহিলা সাংবাদিকের ধড়ে ১৫টি ছুরিকাঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তবে ওই মহিলা সাংবাদিকের দু’টি হাতের হদিশ মেলেনি এখনও পর্যন্ত।

ওয়ালকে কেন খুন করা হল, পুলিশ এখনও সেই রহস্যের জট খুলতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement