সিরিয়ার ঘৌটায় বিমানহানায় হত ১৭

এখন শেষমেশ পড়ে থাকা বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলি দখলে আনতে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আসাদ সরকার। এই এলাকায় এখনও ঘাঁটি গেড়ে আছে বিদ্রোহী এবং জঙ্গিদের একটি জোট। রবিবারও চলেছে বিমানহানা।

Advertisement

সংবাদ সংস্থা

ঘৌটা (সিরিয়া) শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ০২:২৮
Share:

বিমানহানার পর আতঙ্কের পরিবেশ ঘৌটায়। ছবি: এএফপি।

ফের বিমানহানা। সিরিয়ার ঘৌটার পূর্ব অংশে বিমানহানায় শনিবার প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন সাধারণ মানুষ। মৃতদের মধ্যে রয়েছে চার শিশুও। জখম আরও ৪০ জন। বেশ কয়েক দিন ধরে এখানে একের পর এক বিমানহানা চলছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। রুশ জোটের সাহায্যে সিরিয়া সরকার ন’দিন আগে থেকেই ফের বিমানহানা চালাচ্ছে বলে দাবি ওই সংস্থার।

Advertisement

এখন শেষমেশ পড়ে থাকা বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলি দখলে আনতে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আসাদ সরকার। এই এলাকায় এখনও ঘাঁটি গেড়ে আছে বিদ্রোহী এবং জঙ্গিদের একটি জোট। রবিবারও চলেছে বিমানহানা।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দশ ঘণ্টার মধ্যে চার বার বিমানহানা চলেছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, হানার পরে ধ্বংসস্তূপে খনন চালিয়ে কী ভাবে উদ্ধার করে আনা হচ্ছে একটি ছোট্ট মেয়েকে। বিমানহানার জেরে পূর্ব ঘৌটা ও ইদলিব প্রদেশে মহিলা ও শিশু হাসপাতাল-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শুশ্রূষাকেন্দ্র এখন অনেকাংশে ধ্বংসস্তূপ। তাই জখমদের চিকিৎসারও অসুবিধে হচ্ছে। অস্থায়ী সেবাকেন্দ্রে রাখতে হচ্ছে অনেককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement