Selfie

সেলফিতে নতুনত্ব আনতে যেতেই পারেন এই মিউজিয়ামে

সাধারণ থেকে পর্যটকদের সামনে তারা খুলে দিয়েছে সেলফিতে বৈচিত্র আনার অনন্ত সুযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

বুদাপেস্ট শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৬:২৬
Share:

সেলফি মিউজিয়ামে এক তরুণী। ছবি ইনস্টাগ্রাম ভিডিয়ো থেকে নেওয়া।

সেলফি তুলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই প্রায় পোস্ট করে থাকেন। পাশাপাশি সেলফিকে কতটা আকর্ষণীয় করা যায়, সে চেষ্টাও চালিয়ে যান তাঁরা। আর জনসাধারণের সেলফি তোলার প্রবণতা ও সেলফিতে বৈচিত্র আনতে উদ্যোগী হয়েছে হাঙ্গেরি। সাধারণ থেকে পর্যটকদের সামনে তারা খুলে দিয়েছে সেলফিতে বৈচিত্র আনার অনন্ত সুযোগ।

Advertisement

হাঙ্গেরির রাজধানীতে গত ডিসেম্বরে খোলা হয়েছে সেলফি মিউজিয়াম। ইউরোপে এই প্রথম। ৪০০ বর্গমিটারের সেই মিউজিয়ামে সেলফি তোলার সমস্ত বন্দোবস্তোই রয়েছে। গত বছর ডিসেম্বর মাসে খোলার পর থেকে সেই মিউজিয়ামে পা রেখেছেন প্রায় ৩০ হাজার জন।

এই মিউজিয়ামের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রতিকৃতি। সেই সব প্রতিকৃতির সামনে তোলা সেলফি অনন্য রূপ পাচ্ছে। যার জেরে এই মিউজিয়ামে উপচে পড়ছে মানুষের ঢল। এই মিউজিয়ামের প্রতিষ্ঠাতা লিল্লা গ্যাঞ্জেল বলেছেন, ‘‘ইন্টারনেটে ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম বাড়ছে। তাই নিজেদের ছবিতে বৈচিত্র আনতে কমবসয়ীরা বেশ আকৃষ্ট হচ্ছে আমাদের এই মিউজিয়ামে।’’

Advertisement

🤳The Era of selfies and IG brings out more and more businesses to entertain #igaddicts 🦆 🙋‍♀️#selfiemuseum #metropolitanfashionweek and of course more fun vids by @techbusted #laplaces #lalife #visitla #bloggerslifestyle #influencerlife

A post shared by Olya Lvova (@olyasdream) on

আরও পড়ুন: বাস্তবের ‘গালি বয়’কে চেনেন? ঢাকার বস্তি থেকে উঠে এখন বাংলা র‌্যাপের ধামাকা

আরও পড়ুন: এ গ্রামে মহিলাদের গলা ‘জিরাফ’-এর মতো লম্বা, কেন জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement