পড়ুয়াদের নিয়ে নাচ প্রধান শিক্ষকের। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
একরত্তি সব ছেলেমেয়ে। দিনভর কম্পিউটারে মুখ গুঁজে বসে রয়েছে। তাতে শৈশব মাটি হচ্ছে যে! তাই ভেবেচিন্তে উপায় বের করলেন চিনের একটি স্কুলের প্রধান শিক্ষক। অফ পিরিয়ডে পড়ুয়াদের নিয়ে মাঠে নেমে পড়লেন তিনি। সকলকে নিয়ে গানের তালে পা মেলালেন। তাতে যোগ দিলেন স্কুলের অন্য শিক্ষক-শিক্ষিকারাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো।
চিনের শানজ়ি প্রদেশের শি গুয়ান প্রাথমিক স্কুলে সম্প্রতি ঘটনাটি ঘটেছে, যা সামনে এসেছে চিনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর সৌজন্য।
শনিবার নিজেদের ফেসবুক পেজে ভিডিয়োটি পোস্ট করে তারা। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। গত ২৪ ঘণ্টায় ১ কোটি ১০ লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। শেয়ার করেছেন প্রায় আড়াই লক্ষ মানুষ।
এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: পুলিশ অফিসারের পা ধরে কাঁদছেন বৃদ্ধা! দেশের সেরা থানাতেই অমানবিকতার নজির
আরও পড়ুন: সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী সৌম্যা
ভিডিয়ো দেখে এই প্রধান শিক্ষকের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। তাঁদের মতে, মোবাইলের জমানায় খেলাধূলো ভুলতে বসেছে কচিকাঁচারা। এ ভাবে তাদের নিয়ে মাঠে নেমে পড়ে ভাল করেছেন ওই শিক্ষক। নাচের বাহানায় কসরত করানো গেল।