International News

‘মুখ বন্ধ’ করতে বাড়ি, মাসোহারা, কোটি ডলারের সহায়তা খাসোগির সন্তানদের?

ওই সূত্র আরও জানিয়েছে, বহুমূল্যবান বাড়ি, মোটা মাসোহারা ছাড়াও ‘ব্লাড মানি’ হিসেবে খাসোগির দুই ছেলে ও দুই মেয়েকে এককালীন দশ লক্ষ ডলারেরও বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

জেড্ডা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ১২:০৭
Share:

জামাল খাসোগি। এপি-র ফাইল চিত্র।

সাংবাদিক জামাল খাসোগি হত্যার ক্ষতিপূরণ হিসেবে তাঁর সন্তানদের কয়েক লক্ষ ডলারের বাড়ি দিয়েছে সৌদি সরকার। শুধু তাই নয়, মাসোহারা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে খাসোগি পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয়েছে।

Advertisement

ওই সূত্র আরও জানিয়েছে, বহুমূল্যবান বাড়ি, মোটা মাসোহারা ছাড়াও ‘ব্লাড মানি’ হিসেবে খাসোগির দুই ছেলে ও দুই মেয়েকে এককালীন দশ লক্ষ ডলারেরও বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

গোটা বিশ্ব জুড়ে যখন খাসোগি হত্যা নিয়ে প্রবল সমালোচনা আর বিতর্ক চলছিল, সে সময় খাসোগি পরিবার এই হত্যাকাণ্ডের ব্যাপারে মন্তব্য করা থেকে এড়িয়ে গিয়েছেন। আশ্চর্যজনক ভাবে, সৌদি সরকার এবং প্রিন্স মহম্মদ বিন সলমনের বিরুদ্ধেও সরব হতে দেখা যায়নি খাসোগি পরিবারকে। প্রশ্ন উঠতে শুরু করে এই হত্যাকাণ্ড নিয়ে খাসোগি পরিবার চুপ কেন?

Advertisement

বাবার হত্যা নিয়ে যাতে জনসমক্ষে মুখ না খোলেন সে জন্য খাসোগি পরিবারের সঙ্গে সৌদি সরকার একটা আলাপ-আলোচনা চালাচ্ছিল বলে ওই সূত্রের দাবি। মুখ বন্ধ করতেই নাকি খাসোগির চার ছেলেমেয়েকে গত বছরে বিলাসবহুল বাড়ি এবং মাসিক ১০ হাজার ডলার অর্থ দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন সৌদির রাজা সলমন।

আরও পড়ুন: কেন আটক করা হয়নি অভিষেকের স্ত্রীকে? সোনা-তদন্তে তলব ৬ শুল্ক অফিসারকেই

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

যদিও সৌদির সরকারের এক সূত্র এই অর্থ প্রস্তাবকে দেশের দীর্ঘকালীন এক প্রথা হিসেবেই দাবি করেছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার বা কোনও ব্যক্তির হত্যার পর তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াই সৌদি সরকারের পুরনো রীতি বলেই জানিয়েছেন ওই আধিকারিক। তবে মুখ বন্ধ রাখার জন্য খাসোগি পরিবারকে এই অর্থ প্রস্তাব দেওয়া হয়েছে বলে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটাকে নস্যাত্ করে ওই আধিকারিক বলেন, “এই ধরনের সহায়তা আমাদের রীতিনীতি এবং দেশের সংস্কৃতির মধ্যে পড়ে। এর মধ্যে অন্যথা কিছু নেই।”

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement