যুবরাজ মহম্মদ বিন সলমন।—ছবি রয়টার্স।
সে দেশে বহু সময় স্ত্রীদের না জানিয়েই বিচ্ছেদ দেন স্বামীরা। তাতে অসম্মতি জানানো তো দূর, অনেক সময়ে খোরপোশের আবেদনটুকু জানানোর সুযোগ পান না স্ত্রী। সেই সব মেয়েদের পাশে দাঁড়াতে নতুন আইন আনতে চলেছে সৌদি আরবের সরকার। এ বার থেকে কোর্টে বিচ্ছেদের আবেদন করার আগে অন্তত মোবাইলে মেসেজ পাঠিয়েস্ত্রীকে সে কথা জানাতে হবে। রবিবার থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। জেড্ডার বাসিন্দা, মহিলা আইনজীবী নাসরিন অল-গামদি জানালেন, সম্প্রতি এই ধরনের বেশ কিছু বিচ্ছেদের আবেদন জমা পড়েছে কোর্টে। নতুন নিয়ম চালু হলে মেয়েরা বিচ্ছেদ পরবর্তী সুযোগ-সুবিধার জন্য আবেদন জানাতে পারবেন।
রাজনৈতিক মহলের মতে, এ সবই সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ। আমজনতাকে যে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, তা সফল করতেই মেয়েদের আগলগুলি আলগা করা হচ্ছে। জনসমক্ষে মহিলাদের গাড়ি চালানোর অধিকার দিয়ে, স্টেডিয়ামে পুরুষদের পাশে বসে ফুটবল ম্যাচ দেখার অনুমতি দিয়ে— এই ধরনের দৃষ্টান্ত সরকার আগেই রেখেছে। বিচ্ছেদের এই আইন সেই তালিকায় নবতম সংযোজন। তবে অনেকের মতে, যত দিন না মেয়েরা নিজেদের অভিভাবকত্ব পাচ্ছেন, তাঁরা পিছিয়েই থাকবেন।