হজে এ বার ঘুমের ‘বাক্স’, একদম বিনামূল্যে!

হজ চলাকালীন সৌদিতে আসা মানুষদের জায়গা দিতে গিয়ে হিমশিম খায় হোটেলগুলি। আবার অনেকেরই হোটেল ভাড়া নেওয়ার সামর্থ্য থাকে না। এই তাঁবুগুলিতে অল্প সময়ের জন্য বিশ্রাম বা ঘুমিয়ে নিতে পারবেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

মক্কা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০২:২৪
Share:

এই সেই ঘুমের বাক্স।

ফাইবার গ্লাসের ছোট একটা চৌখুপি বাক্স। দৈর্ঘ্য মেরেকেটে ৩ মিটার। লম্বায় এক মিটারের বেশি নয়। এ বারের হজে আসা ২০ লক্ষ পুণ্যার্থীকে ছ’দিনের জন্য জায়গা দিতে এই রকম ‘ন্যাপ-পড’-এর ব্যবস্থা করছে সৌদি সরকার। একদম বিনামূল্যে।

Advertisement

এই ধরনের ‘ন্যাপ-পড’-এর চল জাপানে নতুন নয়। সে দেশে একে বলে ‘ক্যাপসুল হোটেল’। সৌদির এই বাক্স-ঘরগুলিও কেনা হয়েছে জাপান থেকেই। প্রতিটির দাম এক হাজার ইউরো। একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান মনসুর আল-আমির জানিয়েছেন, তাঁরা ১৮ থেকে ২৪টি বাক্স-ঘরের ব্যবস্থা করেছেন পুণ্যার্থীদের জন্য। হজ চলাকালীন সৌদিতে আসা মানুষদের জায়গা দিতে গিয়ে হিমশিম খায় হোটেলগুলি। আবার অনেকেরই হোটেল ভাড়া নেওয়ার সামর্থ্য থাকে না। এই তাঁবুগুলিতে অল্প সময়ের জন্য বিশ্রাম বা ঘুমিয়ে নিতে পারবেন তাঁরা। শীতাতপ নিয়ন্ত্রিত এই খোপ বা পডগুলির ভিতরে থাকবে তোষক, চাদর ও বিরাট এক আয়না। যাতে আলো জ্বলবে। জনা প্রতি তিন ঘণ্টা করে ব্যবহার করতে পারবেন এটি। এক জন ছাড়লে সেটি পরিষ্কার করে অন্য জনকে ব্যবহার করতে দেওয়া হবে। আমির বলেছেন, ‘‘ভিড়ে ঠাসা মক্কায় এই ধরনের ব্যবস্থায় অনেকেই উপকৃত হবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement