হোয়াইট হাউস।
পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে আরও কড়া হল আমেরিকা।
নিষেধাজ্ঞা জারি হল পাকিস্তানের মাটিতে সক্রিয় সন্ত্রাসবাদী ও তাদের সংগঠনগুলির বিরুদ্ধে। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধেও জারি হল মার্কিন নিষেধাজ্ঞা। ওই জঙ্গি সংগঠনগুলিই নাশকতামূলক কাজকর্মের জন্য লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ জুগিয়ে যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই এ কথা ধরেই ওয়াশিংটনের তরফে বলা হচ্ছিল। যে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি হল, তাদের মধ্যে রয়েছে জামাত-উদ-দাওয়া, তালিবান, হাফিজ সইদের জামাত-উল-দাওয়া আল-কোরান (জেইউডি), ইসলামিক স্টেট অফ ইরাক এবং আইসিস-খোরাশান। তালিকায় থাকা শেষ সন্ত্রাসবাদী সংগঠনটির কার্যকলাপ অনেকটা বেশি জায়গা জুড়ে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের খবর। আইসিসি-খোরাশান নামে ওই জঙ্গি সংগঠনটি সক্রিয় উত্তর-পূর্ব ইরান, দক্ষিণ তুর্কমেনিস্তান, উত্তর আফগানিস্তান ও ভারতের কিছু অংশে। যে এলাকাটিকে জঙ্গিরা ‘খোরাশান’ বলে।
মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে যে ক’জন কট্টর সন্ত্রাসবাদীর বিরুদ্ধে, সেই তালিকায় নাম রয়েছে হায়াতুল্লা গুলাম মহম্মদ, আলি মহম্মদ আবু তুরাব, ইনায়েত-উর রহমান।
আরও পড়ুন- ভারতে লাগাতার হামলার ছক পাক জঙ্গিদের, মার্কিন গোয়েন্দা রিপোর্ট
মার্কিন বিদেশ দফতরের ফরেন অ্যাসেটস কন্ট্রোলের ট্রেজারি অফিসের অধিকর্তা জন স্মিথ বলেছেন, ‘‘তালিবান, আল-কায়েদা, আইসিস, আর লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে জঙ্গি নিয়োগ আর তাদের নাশকতামূলক কাজকর্ম চালাতে পাকিস্তানের মাটিতে সক্রিয় এই সংগঠনগুলি আর ওই কট্টর জঙ্গিরা সাহায্য করছিল। তাদের অর্থ জুগিয়ে যাচ্ছিল।’’