International News

হাফিজ সইদের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে জারি মার্কিন নিষেধাজ্ঞা

পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে আরও কড়া হল আমেরিকা।নিষেধাজ্ঞা জারি হল পাকিস্তানের মাটিতে সক্রিয় সন্ত্রাসবাদী ও তাদের সংগঠনগুলির বিরুদ্ধে। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধেও জারি হল মার্কিন নিষেধাজ্ঞা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০১৭ ২০:৪৩
Share:

হোয়াইট হাউস।

পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে আরও কড়া হল আমেরিকা।

Advertisement

নিষেধাজ্ঞা জারি হল পাকিস্তানের মাটিতে সক্রিয় সন্ত্রাসবাদী ও তাদের সংগঠনগুলির বিরুদ্ধে। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধেও জারি হল মার্কিন নিষেধাজ্ঞা। ওই জঙ্গি সংগঠনগুলিই নাশকতামূলক কাজকর্মের জন্য লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ জুগিয়ে যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই এ কথা ধরেই ওয়াশিংটনের তরফে বলা হচ্ছিল। যে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি হল, তাদের মধ্যে রয়েছে জামাত-উদ-দাওয়া, তালিবান, হাফিজ সইদের জামাত-উল-দাওয়া আল-কোরান (জেইউডি), ইসলামিক স্টেট অফ ইরাক এবং আইসিস-খোরাশান। তালিকায় থাকা শেষ সন্ত্রাসবাদী সংগঠনটির কার্যকলাপ অনেকটা বেশি জায়গা জুড়ে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের খবর। আইসিসি-খোরাশান নামে ওই জঙ্গি সংগঠনটি সক্রিয় উত্তর-পূর্ব ইরান, দক্ষিণ তুর্কমেনিস্তান, উত্তর আফগানিস্তান ও ভারতের কিছু অংশে। যে এলাকাটিকে জঙ্গিরা ‘খোরাশান’ বলে।

মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে যে ক’জন কট্টর সন্ত্রাসবাদীর বিরুদ্ধে, সেই তালিকায় নাম রয়েছে হায়াতুল্লা গুলাম মহম্মদ, আলি মহম্মদ আবু তুরাব, ইনায়েত-উর রহমান।

Advertisement

আরও পড়ুন- ভারতে লাগাতার হামলার ছক পাক জঙ্গিদের, মার্কিন গোয়েন্দা রিপোর্ট

মার্কিন বিদেশ দফতরের ফরেন অ্যাসেটস কন্ট্রোলের ট্রেজারি অফিসের অধিকর্তা জন স্মিথ বলেছেন, ‘‘তালিবান, আল-কায়েদা, আইসিস, আর লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে জঙ্গি নিয়োগ আর তাদের নাশকতামূলক কাজকর্ম চালাতে পাকিস্তানের মাটিতে সক্রিয় এই সংগঠনগুলি আর ওই কট্টর জঙ্গিরা সাহায্য করছিল। তাদের অর্থ জুগিয়ে যাচ্ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement