House arrest extended

বাড়ল হাফিজ সইদের গৃহবন্দির মেয়াদ

২৮ জুলাই ফের দু’মাসের জন্য মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

লাহৌর শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ২০:০৭
Share:

হাফিজ সইদ।—ফাইল চিত্র।

মুম্বই জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ সইদের গৃহবন্দি থাকার মেয়াদ আরও দু’মাস বাড়ল। সম্প্রতি এ কথা জানিয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রশাসন।

Advertisement

আরও পড়ুন: পাকিস্তানে প্রধানমন্ত্রী পদের দৌড়ে ৬ জন প্রার্থী

এ বছরের ৩১ জানুয়ারি থেকে গৃহবন্দি রয়েছেন জামাত প্রধান। গত এপ্রিলে তাঁকে গৃহবন্দি রাখার মেয়াদ তিন মাস বাড়ানো হয়। সেই হিসেবে ২৭ জুলাই সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, পর দিন, অর্থাৎ, ২৮ জুলাই ফের দু’মাসের জন্য মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়।

Advertisement

আরও পড়ুন: নওয়াজ যেন মোদী: ইমরান

মাস কয়েক আগেই হোয়াইট হাউসে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। বৈঠক শেষে যৌথ প্রেস বিবৃতিতে সন্ত্রাসের বিরুদ্ধে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। আমেরিকার এই কড়া অবস্থানের প্রেক্ষিতেই ইসলামাবাদ হাফিজ সইদের বিরুদ্ধে আরও কঠোর হতে বাধ্য হল বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement