রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল চিত্র।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বার্ষিক ‘স্টেট অফ দ্য নেশন’ বক্তৃতায় অভিযোগ করেছিলেন, আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি ক্রাইমিয়ার উপর হামলার ছক কষছে। কয়েক ঘণ্টার মধ্যেই পুতিনের অভিযোগের জবার দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেন ও রাশিয়ার পড়শি দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশে বাইডেন বলেন, ‘‘কোটি কোটি রুশ নাগরিক শান্তিপ্রিয়। তাঁরা প্রতিবেশীর সঙ্গে কোনও অশান্তি চান না। তাঁদের বিরুদ্ধে সামরিক অভিযানের কোনও পরিকল্পনা আমাদের নেই।’’
গত এক দশক ধরে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের ভূখণ্ড ক্রাইমিয়ায় বর্তমান পরিস্থিতিতে চাপে পড়েছে রুশ ফৌজ। কয়েক মাস আগে ক্রাইমিয়ার সঙ্গে সংযোগরক্ষাকারী সেতুর উপর ইউক্রেন সেনার ক্ষেপণাস্ত্র হামলার পরে সেই আশঙ্কা আরও বেড়েছে মস্কোর। এই পরিস্থিতিতে বাইডেনের আশ্বাসের মূল লক্ষ্য, মস্কোকে ফের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার টেবিলে টেনে আনা বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বার্ষিক ‘স্টেট অফ দ্য নেশন’ বক্তৃতাতেই কৌশলগত ভাবে পরমাণু অস্ত্র কমানোর ক্ষেত্রে আমেরিকার ‘নিউ স্টার্ট’ চুক্তি বাতিলের কথা ঘোষণা করেন পুতিন।