ঋষি সুনক। ছবি: রয়টার্স।
ব্রিটেনের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী লিজ় ট্রাসের কুর্সিতে ঋষি সুনককেই দেখতে চান ৪৫ শতাংশ নাগরিক। একটি বহুজাতিক সংস্থার জনমত সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আরও এক প্রাক্তন বরিস জনসনকে তিনি পিছনে ফেলে দিয়েছেন বলেও ওই সমীক্ষা রিপোর্টে দাবি। বরিসের ভাগ্যে জুটেছে মোটে ২৭ শতাংশ ভোট।
লিজ় ট্রাসের ইস্তফার পর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন ঋষি। যদিও সরকারি ভাবে সে কাজ করেননি বরিস। তবে ‘ওপিনিয়াম’ নামে ওই সংস্থা জানিয়েছে, ব্রিটেনের ১,০০৫ জন নাগরিকের মধ্যে করা ওই সমীক্ষায় বরিসের থেকে ঋষিকেই এগিয়ে রেখেছেন বেশির ভাগ মানুষজন। সংখ্যার বিচারে তা ৪৫ শতাংশ। ৪০ শতাংশ নাগরিক মনে করেন, ব্রিটেনের অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলায় যোগ্য প্রার্থী ঋষি। এ দায়িত্বে বরিসকে দেখতে চান মোটে ১৭ শতাংশ। সমীক্ষায় দাবি, ব্রিটিশ পার্লামেন্টে রিচমন্ড কেন্দ্রের প্রতিনিধি ঋষি যে ১০ ডাউনিং স্ট্রিটের যোগ্যতম দাবিদার তা-ও মনে করেন বেশির ভাগ নাগরিক।
প্রসঙ্গত, ব্রিটেনের অর্থনীতিকে সঙ্কটমুক্ত করতেই আবার প্রধানমন্ত্রী পদের জন্য লড়তে চান বলে জানিয়েছেন ঋষি। তাঁর দাবি, কনজ়ারভেটিভ পার্টির ১৩০ জনেরও বেশি এমপি-র সমর্থন রয়েছে। অন্য দিকে, বরিস জানিয়েছিলেন, ৫৮ জন এমপি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন তাঁকে।