ঘরবাড়ি পরিষ্কার করতে গিয়ে দু’টো বাক্স ফেলে দেন। ভিতরে কী রয়েছে — মাথা ঘামাননি মোটে। গ্যারেজের বাইরে ফেলে দেওয়া সেই বাক্স শেষমেশ হাতে ঘুরে পৌঁছয় এমন এক সংস্থার কাছে, যাদের কারবারই পুরনো জিনিসপত্র নিয়ে।
সিলিকন ভ্যালির ওই রিসাইক্লিং (পুরনো জিনিস নতুন ভাবে ব্যবহার করার) সংস্থার ভাইস প্রেসিডেন্ট ভিক্টর জানিয়েছেন, প্যাকেট খুলে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি তাঁরা। স্টিভ জোবসের প্রথম জেনারেশন কম্পিউটার অ্যাপল একের মতো অমূল্য রতন যে এ ভাবেও পাওয়া যেতে পারে, ধারণাই ছিল না তাঁদের। শুধু অ্যাপল প্রতিষ্ঠাতাই নয়, ভিক্টরের দাবি, ঐতিহাসিক ওই কম্পিউটারে সঙ্গে জড়িয়ে আছে স্টিভ ওজনিয়াক এবং রন ওয়েনিরের নামও। বিভিন্ন ধাপ পেরিয়ে সম্প্রতি নিলামে উঠেছিল ওই অ্যাপল ওয়ান। সেখানে ফেলে দেওয়া ওই সম্পত্তির দাম উঠেছে এক কোটি সাতাশ লক্ষ টাকারও বেশি।