রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাবকে সব রকম ভাবে সমর্থন করবে রাশিয়া। ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সোলে এনএসজি বৈঠক শুরু হওয়ার ঠিক ৪৮ ঘণ্টা আগে এ কথা ঘোষণা করেছেন তিনি। শুধু ভারতকে সমর্থন করেই থেমে থাকবে না রাশিয়া। পুতিন জানিয়েছেন, তিনি নিজে চিনের সঙ্গে কথা বলবেন ভারতের অন্তর্ভুক্তিকে সমর্থনের বিষয়ে।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যমকে পুতিন বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক মহলে ভারতের সব রকমের স্বীকৃতির দাবিকেই সমর্থন করে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি, অসামরিক পরমাণু চুক্তি থেকে শুরু করে এনএসজিতে ভারতের প্রবেশ, সব ইস্যুতেই রাশিয়া ভারতের পাশে রয়েছে বলে তিনি জানান। পরমাণু নিরাপত্তার প্রশ্নে ভারত চিরকালই অত্যন্ত সক্রিয় বলেও পুতিন মন্তব্য করেছেন।
আগামীকাল, সোমবার দক্ষিণ কোরিয়ার সোলে বৈঠকে বসছে এনএসজি সদস্যরা। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতকে যাতে চিনও সমর্থন করে, তার জন্য মস্কো কথা বলবে বেজিং-এর সঙ্গে। কোন যুক্তিতে চিন ভারতের বিরোধিতা করছে, তাও রাশিয়া এনএসজি বৈঠকে জানতে চাইবে বলে ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন।
আরও পড়ুন: ফতোয়া বাংলাদেশে, সন্ত্রাসের বিরুদ্ধে লাখো আলেম
রাশিয়ার সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক ভাল। সেই রাশিয়া শেষ মুহূর্তে যে ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, তাতে চিনের উপর চাপ বাড়বে বলে মনে করছে কূটনৈতিক মহল। প্রেসিডেন্ট পুতিন যেভাবে ঘোষণা করেছেন যে এনএসজি বৈঠকে তিনি রাশিয়া জনতে চাইবে চিন কোন যুক্তি ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে, তা যদি সত্যিই ঘটে, তা হলে চিনের অস্বস্তি আরও বাড়বে। আমেরিকা এবং সহযোগী দেশগুলি আগে থেকেই ভারতের পক্ষে। যে তিন-চারটি দেশ গররাজি ছিল, ভিয়েনা বৈঠকের আগেই তারাও ভারতের অন্তর্ভুক্তিতে মত দিয়েছে। বিরোধিতায় অনড় ছিল শুধু চিন। রাশিয়া চুপচাপ ছিল। সোল বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট যে রকম স্পষ্ট শব্দে জানালেন, ভারতকে এনএসজি সদস্য করতে রাশিয়া কোনও চেষ্টার ত্রুটি রাখবে না, তাতে চিন একা হয়ে পড়তে পারে সোলে।