সন্ত্রাস নিয়ে পাকিস্তানের উপরে চাপ আরও বাড়াতে উদ্যোগী হল দিল্লি। এক দিকে মুম্বই হামলার মামলায় জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সইদের নাম অন্তর্ভুক্ত করার দাবি করেছে নরেন্দ্র মোদী সরকার। অন্য দিকে জেনিভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে সন্ত্রাসে মদত নিয়ে পাকিস্তানকে তুলোধনা করেছেন দিল্লির দূত অজিত কুমার।
সম্প্রতি আমেরিকার চাপে হাফিজ সইদকে সন্ত্রাস-বিরোধী আইনে গৃহবন্দি করেছে পাকিস্তান। সে দেশে মুম্বই হামলার শুনানিতে ২৪ জন ভারতীয় সাক্ষীকে পাঠাতে দিল্লিকে অনুরোধ করেছিল ইসলামাবাদ। জবাবে ভারত দাবি করেছে, মুম্বই হামলার মামলায় সইদের বিচার করতে হবে। পাক অভ্যন্তরীণ মন্ত্রকের অবশ্য এখনও দাবি, সইদের বিরুদ্ধে ভারত জোরালো সাক্ষ্যপ্রমাণ দিলে তবেই তার বিচার সম্ভব।
আজ মানবাধিকার পরিষদে ভারতীয় রাষ্ট্রদূত অজিত কুমার বলেন, ‘‘পাকিস্তান দীর্ঘ দিন ধরে ভারত-বিরোধী সন্ত্রাসে মদত দিয়েছে। কাশ্মীরে গোলমালের কারণ এই পাক মদত। এখন সন্ত্রাসের দৈত্য স্রষ্টাকেই গ্রাস করতে চাইছে।’’ বিজেপি সূত্রে খবর, উত্তরপ্রদেশের ভোটকে মাথায় রেখে পাক-বিরোধিতার সুর চড়াচ্ছে মোদী সরকার। মার্কিন চাপে পাকিস্তান বেকায়দায় পড়ায় দিল্লির সুবিধে হবে বলে আশা সাউথ ব্লকের।