ছবি: সংগৃহীত।
ঘণ্টা কয়েক আগেই শুটিংয়ের প্যাক আপ হয়েছে। গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই সাইরেনের শব্দ! কয়েক মুহূর্তের মধ্যেই প্রিয়ঙ্কা চোপড়া জানতে পেরেছিলেন, ম্যানহাটনের রাস্তায় এক হামলাকারীর ট্রাকের তলায় পিষে গিয়েছেন বহু পথচারী। আহত বহু। ঘটনাস্থলের একেবারে কাছেই তাঁর বাড়ি। সময়ের সামান্য হেরফের হলেই ওই ঘটনার মুখোমুখি হতে পারতেন তিনি।
আরও পড়ুন
নিউ ইয়র্কে ট্রাক হামলায় হত ৮, দেখুন সন্ত্রাসবাদীর ভিডিও
ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলল গুজরাতে হেরে গিয়েছেন মোদী! তার পর...
যুদ্ধের মহড়া দিতে প্রথম বার ইজরায়েলে ভারতীয় বায়ুসেনা
হামলাস্থল থেকে মাত্র ৫ ব্লক দূরেই তাঁর অ্যাপার্টমেন্ট। টুইটে তিনি লিখেছেন, “আমার বাড়ির থেকে পাঁচটা ব্লক দূরেই ঘটনাটা ঘটেছে। কাজের শেষে যখন গাড়িতে বাড়ি ফিরছি, তখন সাইরেনের একঘেয়ে শব্দে মনে হল, দুনিয়ার কী অবস্থা।” হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশও করেছেন তিনি।
বলিউড ছেড়ে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন প্রিয়ঙ্কা। ‘কোয়ান্টিকো’র তৃতীয় সিজনের শুটিংয়ের কাজে ব্যস্ত তিনি। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সওয়া ৩টে নাগাদ ম্যানহাটনের রাস্তায় হামলার আগে সেই শুটিং ফ্লোরেই ছিলেন।