International news

নরেন্দ্র মোদী নন, ইজরায়েলে রয়েছে আর এক ‘মোদী’!

নরেন্দ্র মোদীর নামের সঙ্গে মিল থাকায় এবং সম্প্রতি তিনি ইজরায়েল সফরে যাওয়ায় নতুন করে চর্চায় উঠে এসেছে তা। নরেন্দ্র মোদীর থেকে বয়সে অনেকটাই নবীন এই ‘মোদী’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ১৭:৩৬
Share:

ফাইল চিত্র।

মিস করলেন নরেন্দ্র মোদী! ইজরায়েল সফরে গেলেন কিন্তু দেখা হল না সে দেশের ‘মোদী’র সঙ্গে! এই মোদী অবশ্য কোনও ব্যক্তি নন। এই মোদীর পুরো নাম মোদী’ইন ম্যাকাবিম। যা ইজরায়েলের একটি ছোট্ট শহর। যা ইজরায়েলের ‘সিটি অফ দ্য ফিউচার’ বলে পরিচিত। নরেন্দ্র মোদীর নামের সঙ্গে মিল থাকায় এবং সম্প্রতি তিনি ইজরায়েল সফরে যাওয়ায় নতুন করে চর্চায় উঠে এসেছে শহরটি। তবে ইজরায়েল সফরে গেলেও নেমসেকের সঙ্গে দেখা করতে যাননি তিনি।

Advertisement

তেল আভিভ থেকে দক্ষিণ-পূর্বে ৩৫ কিলোমিটার দূরে মধ্য ইজরায়েলের অন্তর্গত এই শহরটি। বয়সে নবীন এই শহরটি স্থাপিত হয় ১৯৯৩ সালে। তবে এই শহরের নামের সঙ্গে নরেন্দ্র মোদীর কোনও যোগাযোগ নেই।

আরও পড়ুন: কুমিরকে বিয়ে করলেন মেয়র!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement