—প্রতীকী ছবি।
চার বছরের ছেলের গুলিতে গুরুতর জখম হলেন অন্তঃসত্ত্বা মা। ওয়াশিংটনের ঘটনা। বন্দুক নিয়ন্ত্রণ আইনে রাশ টানা নিয়ে আমেরিকায় শোরগোল চলছেই, তবু অবস্থা বদলাচ্ছে না। আশপাশে একের পর এক বন্দুক-দুর্ঘটনা নিয়ে চিন্তিত ছিলেন শিশুটির মা-বাবাও। ভেবেচিন্তে বন্দুকটিকে তোষকের তলায় রাখেন তাঁরা। খেলতে খেলতে সেটাই খুঁজে পায় শিশুটি। ২৭ বছরের মা ও তাঁর সঙ্গী তখন বিছানায় বসে টিভিতে মগ্ন। বন্দুক পেয়েই গুলি চালিয়ে বসে ছেলে। গুলি লাগে আট মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলার মুখে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
শিশুটির বাবা পুলিশকে জানান, নিরাপত্তার প্রয়োজনেই এক আত্মীয়ের থেকে বন্দুকটি এনে বাড়িতে রাখেন তাঁরা। বন্দুকটির মালিকানা কার, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।