বাবা-মেয়ে কোথায় গেল! ক্যাথিড্রালের ছবি ভাইরাল

ছবিটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি তুলেছেন ব্রুক উইনসর নামে এক পর্যটক। তাঁর দাবি, আগুন লাগার ঘণ্টাখানেক আগে তিনি ছবিটা তুলেছিলেন। বাবা-মেয়ের খোঁজ এখনও তিনি পাননি।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০৩:৫৮
Share:

বাবার হাত ধরে দুলছে খুদে মেয়েটা। পা দু’টো তার শূন্যে। দু’জনের মুখ ভরা হাসি। ওঁরা দাঁড়িয়ে প্যারিসের নোত্র দাম ক্যাথিড্রালের সামনে।

Advertisement

ছবিটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি তুলেছেন ব্রুক উইনসর নামে এক পর্যটক। তাঁর দাবি, আগুন লাগার ঘণ্টাখানেক আগে তিনি ছবিটা তুলেছিলেন। বাবা-মেয়ের খোঁজ এখনও তিনি পাননি। তাঁদের খুঁজে বার করার জন্য টুইটারে ছবিটা পোস্ট করেন ব্রুক। সঙ্গে লিখে দেন, ‘‘টুইটার তুমি যদি ম্যাজিক জানো, ওদের খুঁজে বার করো।’’ ইতিমধ্যেই ৬৬ হাজার বার শেয়ার হয়েছে সেটি।

এক বন্ধুর সঙ্গে আমেরিকার মিশিগান থেকে প্যারিসে এসেছিলেন ব্রুক। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘ওরা বাবা-মেয়েই কি না, আমি অবশ্য নিশ্চিত নই! কিন্তু ওদের দু’জনের ওই মুহূর্তটা এত উজ্জ্বল, ও সব জিজ্ঞাসা করে সেটা নষ্ট করতে চাইনি।’’ ব্রুকের মন্তব্য, ‘‘ওই ভদ্রলোকের জায়গায় থাকলে স্মৃতিটা বাঁচিয়ে রাখতে চাইতাম। আশা করি উনিও আমার মতোই ভাববেন।’’

Advertisement

সোমবার সন্ধে নাগাদ আগুন লাগে নোত্র দাম ক্যাথিড্রালে। সে সময়ে ক্যাথিড্রালের আশপাশে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। সেই ভিড়ে ছিলেন ব্রুকও। তিনি বলেছেন, ‘‘স্তব্ধ হয়ে রুদ্ধশ্বাস অবস্থায় বাকি প্যারিসের দেখছিলাম সেই ভয়াবহ মুহূর্তটা।’’

বিপর্যয়ের সঙ্গে এখনও যুঝছে ফ্রান্স। তার মধ্যে ব্রুকের এই ছবিকে ‘ঐতিহাসিক’ বলছে টুইট দুনিয়া। কেউ বলছেন, ‘‘এটা একটা বিশেষ মুহূর্ত।’’ ওই ছবি দেখে থিওডেরা ওয়েট নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘কী ভাল লাগছে ছবিতে সব কিছু ঠিকঠাক দেখতে! সূর্যের আলোয় সব কেমন শান্ত আর নিরাপদ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement