International news

প্যারিসের ভাসমান জিম, পা চালালে তবেই চলবে জলে!

এমন নৌকা দেখেছেন কখনও যেখানে যত ক্ষণ পা চলবে তত ক্ষণ আপনিও চড়বেন। কী বলুনতো? হ্যাঁ ঠিক ধরেছেন প্যাডল বোট। তবে পার্কের জলাশয়ের প্যাডল বোটের কথা বলছি না। এ হল প্যারিসের ভাসমান জিম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ১২:১৫
Share:

ভাসমান জিম।

এমন নৌকা দেখেছেন কখনও যেখানে যত ক্ষণ পা চলবে তত ক্ষণ আপনিও চড়বেন। কী বলুনতো? হ্যাঁ ঠিক ধরেছেন প্যাডল বোট। তবে পার্কের জলাশয়ের প্যাডল বোটের কথা বলছি না। এ হল প্যারিসের ভাসমান জিম। শুধু ভাসমানই নয়, সঙ্গে চলমানও। যে জিম কত গতিবেগ নিয়ে জলের উপর দিয়ে ছুটবে তা নির্ভর করবে আপনি কতটা জোরে পা চালাবেন তার উপর। অর্থাৎ ওয়ার্কআউটের উপর নির্ভর করবে এই জিম বোটের গতি।

Advertisement

খুব তাড়াতাড়ি এই জিম ভাসতে চলেছে প্যারিসের সিন নদীর উপর। কাচ দিয়ে ঘেরা ঝাঁ চকচকে এই জিমে ৪৫জন এক সঙ্গে ওয়ার্কআউট করতে পারবেন। প্রত্যেকটা ওয়ার্কআউট মেশিনের সঙ্গে আলাদা এনার্জি প্যানেল লাগানো রয়েছে। ওয়ার্কআউটে মেশিনের চাকা ঘুরে উৎপন্ন শক্তি থেকেই রসদ নিয়ে এগিয়ে চলবে এই জিম।

ইতালির কারলো র‌্যাটি অ্যাসোসিয়েটি নামে এক ব্যক্তি পরিকল্পনাতেই এই ভাসমান জিম বানিয়ে ফেলেছে প্যারিসের একটি সংস্থা। যার দৈর্ঘ্য ৬৫ ফুট। এমনকী রাত পার্টির জন্যও ভাড়া করা যেতে পারে এই জিমটি।

Advertisement

আরও পড়ুন: বিপন্ন মানুষের হাতে এ বার ত্রাণ পৌঁছে দেবে উড়ন্ত রোবট অ্যাম্বুল্যান্স!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement