সাঁ-দেনির সেই বাড়িতেই আবাউদের বোনের লাশ খুঁজে পেল পুলিশ

প্যারিস হামলার পর ফরাসি পুলিশের চালানো অভিযানে নিহত আরও এক জঙ্গির দেহের হদিশ মিলল। ওই জঙ্গি আবাউদের বোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ১৯:২৪
Share:

প্যারিস হামলার পর ফরাসি পুলিশের চালানো অভিযানে নিহত আরও এক জঙ্গির দেহের হদিশ মিলল। ওই জঙ্গি আবাউদের বোন।

Advertisement

প্যারিসের কাছেই সাঁ-দেনি মফস্বল এলাকায় গত বুধবার ওই অভিযান চালায় ফরাসি পুলিশ। তাতে নিহত ওই হামলার মূল চক্রী আবদেল হামিদ আবাউদ ও আরও এক মহিলা জঙ্গির দেহের হদিশ মিলেছে ইতিমধ্যেই। আজ পাওয়া গেল তৃতীয় জঙ্গির দেহ।

ফরাসি পুলিশ জানাচ্ছে, নিহত তৃতীয় জঙ্গির নাম- হাসনা আইৎবোউলাসেন। তার বয়স ২৬ বছর। হাসনাকে সকলেই জানত আবাউদের এক দূর সম্পর্কের বোন হিসেবে। তবে সে পুলিশের গুলিতে মারা যায়নি। বিস্ফোরণে আত্মঘাতী হয়েছিল।

Advertisement

গত শুক্রবার প্যারিসে বার, রেস্তোরাঁ ও বাতাক্লাঁ মিউজিক হলে ইসলামিক স্টেট (আইএস)-এর জঙ্গি হামলার ঘটনায় মোট ১২৯ জন প্রাণ হারান। জখম হন সাড়ে তিনশোরও বেশি মানুষ।

দেখুন ভিডিও- ধাওয়া করে জঙ্গি ধরল ফরাসি পুলিশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement