ফ্রান্স জুড়ে এমার্জেন্সি, পরিস্থিতি এক নজরে

শুক্রবার সন্ধেতে প্যারিসে একের পর এক ভয়াবহ জঙ্গি হানায় প্রাণ হারালেন ১২৭ জন। জঙ্গিরা ফ্রান্সের রাজধানীতে ৬টি জায়গায় সুপরিকল্পিত আক্রমণ চালিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ১০:৫৯
Share:

শুক্রবার সন্ধেতে প্যারিসে একের পর এক ভয়াবহ জঙ্গি হানায় হত শতাধিক। জঙ্গিরা ফ্রান্সের রাজধানীতে ৬টি জায়গায় সুপরিকল্পিত আক্রমণ চালিয়েছে।

Advertisement

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী-

১) বন্দুকধারী ও বোমারুরা রেস্তোরাঁ, পানশালা, একটি কনসার্ট হল ও একটি ফুটবল স্টেডিয়ামে আক্রমণ চালায়।

Advertisement

২) শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২৭ জন।

৩) ফরাসি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলার ভাষায় এই প্রাণঘাতী হামলা নজিরবিহীন।

৪) একটি রক কনসার্ট চলাকালীল বাটাক্ল্যান কনসার্ট হলে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ১০০।

দেখুন গ্যালারি: ক্যামেরাবন্দি আতঙ্কের প্রহর


৫) স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামের বাইরে জোড়া আত্মঘাতী হামলা। সেখানে তখন ফ্রান্স-জার্মানি প্রদর্শনী ফুটবল ম্যাচ চলছিল। স্টেডিয়ামে হাজির ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দে।

৬) শহরের আরও পাঁচটি জায়গায় হামলায় প্রাণ হারিয়েছেন ৫০-এর অধিক।

৭) দেশ জুড়ে জারি জরুরি অবস্থা। প্যারিসের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেট্রো স্টেশনগুলি বন্ধ করা হয়েছে। বন্ধ সরকারি দফতর। জরুরিকালীন ভিত্তিতে চলছে কিছু রেল ও বিমান।

৮) সেনা অভিযানে মৃত ৮ সন্দেহ ভাজন জঙ্গির।

৯) সূত্রে খবর আইসিস এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement