ছুরি আর বন্দুক হাতে দু’জন প্যালেস্তাইনি হামলা চালালেন জেরুজালেমের রাস্তায় একটি যাত্রিবাহী বাসে। তার জেরে মৃত্যু হয়েছে চার জনের। আহত আরও অনেকে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় এক আততায়ী। অন্য জন পুলিশি হেফাজতে। ইজরায়েলি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ‘ক্রোধ দিবস’ পালন করার কথা প্যালেস্তাইনি গোষ্ঠীগুলি আগেই ঘোষণা করেছিল। এই ঘটনার পরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ক্যাবিনেট বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পুলিশি সূত্রের খবর, প্যালেস্তাইন সংলগ্ন পূর্ব জেরুজালেমে নিরাপত্তা জোরদার করার কথা ভাবা হচ্ছে। কারণ, দু’সপ্তাহ ধরে যে সব প্যালেস্তাইনি জেরুজালেমে হামলা চালিয়েছেন, তাঁদের অধিকাংশই ওই এলাকা দিয়েই ইজরায়েলে ঢুকেছিলেন।