Narendra Modi

Pakistan: শান্তি চাই, তবে কাশ্মীর সমস্যার নিষ্পত্তি জরুরি, মোদীর শুভেচ্ছার জবাবে বললেন শাহবাজ

সন্ত্রাসে মদতের অভিযোগ খারিজ করে শাহবাজ শরিফ টুইটারে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের আত্মত্যাগ সর্বজনবিদিত।’

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৭:০৮
Share:

নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরিফ। —ফাইল চিত্র।

নয়াদিল্লির সঙ্গে অশান্তির পথে হাঁটতে চায় না ইসলামাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবারের শুভেচ্ছাবার্তার জবাবে মঙ্গলবার এ কথা জানালেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে কাশ্মীর সমস্যার সমাধান প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রীকে টুইটারে অভিনন্দন জানিয়ে মোদী লিখেছিলেন, ‘ভারত সন্ত্রাসমুক্ত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায়। চায়, আমরা যাতে উন্নয়নে মনোনিবেশ করতে পারি এবং আমাদের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।’

Advertisement

জবাবে মঙ্গলবার শাহবাজের টুইট, ‘শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীর-সহ অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ সমাধানও অপরিহার্য।’

সেই সঙ্গে ইসলামাবাদের বিরুদ্ধে ওঠা সন্ত্রাসে মদতের অভিযোগ খারিজ করে শাহবাজ লিখেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের আত্মত্যাগ সর্বজনবিদিত। আসুন শান্তি সুরক্ষিত করি এবং আমাদের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে মনোনিবেশ করি।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement