পাকিস্তানে নওয়াজ শরিফ সরকারের সঙ্গে সেনার সংঘাত সামনে চলে এল।
সে দেশের একটি প্রথম শ্রেণির সংবাদপত্রে জঙ্গিদের মদত দেওয়া নিয়ে সেনা ও সরকারের মতভেদের কথা প্রকাশ পেয়েছিল আগেই। সেই খবরের প্রকাশ নিয়েই সেনা আক্রমণ করল সরকারকে। সেনাপ্রধান রাহিল শরিফের সঙ্গে পদস্থ সেনা কর্তারা এ নিয়ে বৈঠক করেছেন। পরে সেনা অভিযোগ এনেছে, উচ্চ পর্যায়ের বৈঠকের অসত্য খবর ফাঁস করার জন্য সরকারি কর্তারাই দায়ী। সেনার মতে, এই ধরনের খবর ফাঁস দেশের নিরাপত্তার উপর আঘাত।
সেনা ও সরকারের এই টানাপড়েনের মধ্যে নওয়াজ গিয়েছেন বিদেশ সফরে। আজেরবাইজানের বাকুতে তিনি কাশ্মীর নিয়ে মুখ খুলেছেন। তাঁর ব্যাখ্যা, নয়াদিল্লি যদি কাশ্মীর সমস্যার সমাধানে আগ্রহী হয়, তবে পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় রাজি। কেননা, শরিফের মতে, কাশ্মীরই যাবতীয় বিক্ষোভের কেন্দ্র। এ দিকে, পাকিস্তান আজ জানিয়েছে, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার যে কথা বলছে ভারত, তা নিয়ে তাদের এখনও জানানো হয়নি। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কটাক্ষ, ভারত এক দিকে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কথা বলছে, অন্য দিকে সীমান্ত বন্ধের পরিকল্পনাও করছে। এটা নয়াদিল্লির পরস্পর-বিরোধী অবস্থান।